পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

函 -- o * ஆ || DD DBS BB BDBBBB BBBBBBS DDDD BBB DBBB BBB DDD DDD লাগিলেন। কিন্তু অদ্যও তাঁহার জমি দেখা হইল না, পরে তিনি সহসা তাঁহার শ্বশুর মহাশয় তারিণীবাবকে দেখিতে পাইলেন। তারিণীবাব পথেদিন কাব্যবশতঃ অন্য গ্রামে গিয়াছিলেন, অদ্য প্রত্যুষে বাটী আসিতেছিলেন। হেমচন্দ্র তাঁহাকে দেখিয়া প্রণাম করিলেন, তিনিও আশীব্বাদ করিয়া কছিলেন, “এ কি বাবা, এখানে মজুরের সঙ্গে কোথা যাচ্ছ ? এস, ঘরে এস। তবে ভাল আছ ? আমি প্রত্যহই মনে করি তোমাকে একবার ডেকে খাওয়াই, তবে কি জান, বন্ধমান থেকে নিয়ে এসে অবধি নামা বিবরকাব্যে বিস্ত্রত, আর শরীরও ভাল নেই, আর ছেলেগুলোকে টিক টিক করে বলি, তোমাকে একবার নিমন্ত্রণ করে আসবে, তা যদি তারা ঘর থেকে একবার বেরয়। তা তুমি একদিন এস, খাওয়াদাওয়া করো।” হেমচন্দ্র স্বশরে মহাশয়ের সঙ্গে ফিরিলেন। বলিলেন, আজ্ঞে তা যাব বৈ কি, আমিও মনে করেছিলেম আজকালের মধ্যে একবার দেখা করব, কিছু আবশ্যক আছে। মহাশয়ের যদি অবকাশ থাকে, তবে আজই সন্ধ্যার সময় আসি । ." তারিণী। তা তুমি ঘরের ছেলে, আবার অবকাশ অনবকাশ কি, যখন আসবে, দেখা হবে। বাছা উমাতারা হতে এসেছে, সেও কতবার বলেছে, বাবা একবার হেমবাবকে নিমন্ত্রণ কর না, আর ও তোমার কথা কত বলেন। তা আসবে বৈ কি, এস, আজ সন্ধ্যার সময় এস, কিছ জলযোগ করো। এইরুপ কথাবাত্তা করিতে করিতে উভয়ে একত্রে গ্রামে আসিলেন। পঞ্চম পরিচ্ছেদ ঃ বড় মানষের কথা সন্ধ্যার সময় হেমচন্দ্র বাড়ীতে যাইলেন। বাড়ীর বাহিরে গোয়ালঘর আছে, দ্য তিনটী ধানের গোলা আছে, একটী পাজার চণ্ডীমণ্ডপ আছে ও তাহার সম্মখে যাত্রার একখানি বড় আটচালা আছে। নাজিরবাবরে বাড়ীতে বড় ধর্মধামে দগোপজা হয়, নাচ গাওনা বাজনা হয়, প্রসিদ্ধ বাল্লার দল বৎসর বৎসর আইসে, এবং গ্রামের লোকে সে বাটী সমাকীর্ণ হয়। প্রতিবারই নাজির মহাশয় পঙ্গার সময় বাড়ী আসেন, এবার কোনও আবশ্যকের জন্য বৈশাখ মাসে এক মাসের ছটা লইয়া আসিয়াছেন। আজ দুই বৎসর হইল, তারিণীবাবা আপনার বসিবার জন্য বাহিরে একটী পাকা ঘর করিয়াছেন, এবং বাড়ীর পাশ্বে কতকগুলি ইটের পাঁজা পোড়ান হইয়াছে, গহিণীর বড় ইচ্ছা যে শইবার ঘরটীও পাকা হয়। সেই পাকা বৈঠকখানা ঘরে একটী তেলের বাতি জনলিতেছে, একটী বড় তক্তাপোষের উপর সতরঞ্চ ও চাদর বিছান আছে, তাহার উপর তারিণীবাব বসিয়া ধমে সেবন করিতেছেন, পাড়ার ৪ । ৫ জন লোক সম্মুখে বসিয়া নানারপে আলাপ ও গলপ রহস্য করিতেছে। হেমচন্দ্র আসিবামাত্র তারিণীবাব তাহাকে বসিতে দিলেন এবং দই চারিটী মিস্টালাপ করিয়া একটী ছেলেকে বাড়ীর ভিতর লইয়া যাইতে বলিলেন। বাড়ীর ভিতর চারিদিকে বেড়া দেওয়া প্রশস্ত প্রাঙ্গণ, সম্মুখে শুইবার ঘর, উচ্চ ভিটার BBB u D u Du BB BBB Bu u uB BBB BB DD চারিখানি চৌম্মলা বা পাঁচচালা ঘর। ঘরের ভিটিগুলি সন্দেররাপে লেপা, উঠান ঝাঁট দেওয়া ও পরিকার, এবং তাহার এক পাশ্বে রান্নাঘর। বাটীর পশ্চাতে একটী বড় রকম পাকুর; তাহার চারিদিকে বাগান, নারিকেল আম কাঁঠাল প্রভৃতি নানারপ ফলের গাছ আছে। হেমচন্দ্র বাড়ীর ভিতর আসিয়াই শ্বাশুড়ীকে দণ্ডবং হুইয়া প্রণাম করিলেন, তিনিও আশীব্বাদ করিয়া ঘরে লইয়া গিয়া বসাইলেন। তাঁহার বয়স ৪০ বৎসর পার হইয়াছে, শরীরখানি গৌরবণ, স্থলে এবং কিছু খবব হইলেও জমকাল। - স্থলে বাহর উপর মোটা মোটা তাবিজ ও বাজ বাহর সৌন্দৰ্যৰ ও সংসারের অর্থ প্রকাশ করিতেছে। হাতে মোটা মোটা দই গাছি বালা, পায়ে মোটা মোটা মল। তাঁহার সেই বহমেলো গহনা ও গৌরবের শরীরখানি দেখিলে, তাঁহার আস্তে আস্তে চলন ও ভারি ভারি পদবিক্ষেপ দেখিলে, তাঁহার অলপ অলপ Շ8Տ