পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DDBBS BB BBD DDBB B BBBB BBBBB BBB BBBB BD DDBBB BBB বলিয়াই বোধ হয়। তথাপি তারিণীবাবরে গহিণী মন্দ লোক ছিলেন না, তাঁহার মনটী সাদা, DDD DBBBBB BB BBS BB BBBB BBBBB BBDS uD DBBB BDDS ধন বা গৌরবের কথা শুনিতে ভালবাসিলেও পরের নিন্দা, পরের অনিষ্ট বা পরকে ক্লেশ দেওয়া ইচ্ছা করিতেন না। g ‘. . . S BBS BBS DDBB BB BBBS BB DD BB DDB BBB BBS BBD DBB কি মরেছে বলে আর খবর নাও না ? ... . . " হেম । না, তা নয়, প্রত্যহই আপনাদের খবর পাই, তবে আমাদের অবস্থা সামান্য, সব্বদাই কাজকমে রত থাকতে হয়। . শ্বাশুড়ী। হ্যাঁ, এখন তাই বলবে বই কি ? এই এত করে বিন্দকে হাতে করে মানৰে করলাম, এত করে তার বিয়ে থা দিলাম, তা সেও কি একবার জিজ্ঞেস করে না যে জ্যেঠাইমা কেমন আছে ? হেম। সে সব্বদাই আপনার তত্ত্ব নেয়, আর এই উমাতারা এসে অবধি একবার আসবে মনে করছে, কিন্তু সংসারের সকল কাজ তাকেই করতে হয়, আর ছেলেটীরও ব্যারাম, সেই জন্য আসতে পারে না। তা উমাতারা যদি একদিন আমাদের বাড়ী যায়, তবে তার বোনের সঙ্গেও দেখা হয়, ছেলে দটীকেও দেখে আসতে পারে। শ্বাশুড়ী। না বাপ, উমার যে ঘরে বিয়ে হয়েছে, তাদের এমন মত নয় যে, উমা কারও যাওয়া আসা করে। তারা ভারি বড় মানযে, ধনপরের বনিয়াদি বড় মানযে, ঐ যে క్గా శా శా రాణా కా , తాణి గా ఆ శా, ఇళా డా ঘর নাহ । एश्ञ । शाँ, उठा श्राभि झानि । শ্বাশুড়ী। হাঁ, জানবে বৈ কি, তাদের ঘর কে না জানে ? ক্রিয়া, কাম", দান, ধৰ্ম্ম, সকল রকমে, বঝেলে কি না, তাদের যেমন টাকা, তেমনি বশ । এই এবার তাদের একটী মেয়ের বিয়ে হল বদ্ধমানে, ঐ ইনি যেখানে কাম করেন, সেই খানে, তা বিয়েতে দশ হাজার টাকা খরচ করলে। তাদের কি আর টাকার গুণাগাস্তি আছে ? বছর বছর পজো হয়, তা দেশের যত বামন আছে, বঝেলে কি না, এ ধনপরের দক্ষিণা পায় না এমন বামনই নেই। হেম । তা আমি জানি । শ্বাশুড়ী। তা, উমাকে কি শিগগির পাঠায়; সেই পজার সময় একবার করে পাঠায়, আর পাঠায় না। এবার ইনি ছটা নিয়ে এসেছেন, তাই কত লোক পাঠিয়ে হাঁটাহাটি করে তবে উমাকে পাঠিয়েছে, তাও বলে দিয়েছে ১৪ দিনের বাড়া যেন এক দিনও না থাকে, তা এই ১৪ দিন হলেই পাঠাব। এই বদ্ধমানে আমাদের লোক গিয়েছে, কাপড়, সন্দেশ, অবি, লিচু, এই সব আনতে দিয়েছি, মেয়ের সঙ্গে পাঠাতে হবে। বড় ঘরে মেয়ের বিয়ে দিলে কিছর খরচ করতেই হয়। হেম। তা হয়ই ত, তা এর মধ্যেই আমার স্ত্রীকে ছেলেদের নিয়ে পাঠিয়ে দেব এখন। সে উমার সঙ্গে দেখা করে যাবে। স্বাশুড়ী। হাঁ, তা আসবে বৈ কি: বিন্দ আমার পেটের ছেলের মত, সে আসবে না? সে আসবে, আর তুমিও বাছা মধ্যে মধ্যে এসো, আমাদের খোঁজখবর নিও। হেম। হাঁ, তা আসবো বৈ কি। এখন উমা আর আছে ক দিন ? শ্বাশুড়ী। আর আছে কি ? এই বদ্ধমান থেকে অব সন্দেশ এলেই উমাকে পাঠিয়ে দেব; মেয়ের সঙ্গে কিছ না দিলে ত ভাল দেখায় না, বড় মানুষ কুটুম করেছি, কিছ না দিলে থলে কি ভাল দেখায় ? আবার দেখ, এই আসছে মাসে ষষ্ঠীবাটা, আবার তত্ত্ব করতে হবে। তাতেও বিস্তর খরচ আছে। o হেম । তা বটেই ত। শ্বাশুড়ী। কাজেই, যেমন কুটম করেছি, তেমনি তত্ত্ব করতে হয়, লোকের কাছেও আমাদের একটা মানসম্প্রম আছে, কুটমেরাও জানে আমরা বিষয়ী লোক, কাজেই কিছ দিয়ে থায়ে তত্ত্ব না করলে ভাল দেখায় না। তবে তোমার ছেলে দটী ভাল আছে ? - ○8ミ