পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উমা। আছি, যেমন রেখেছ, তব জিজ্ঞেস করলে এই ঢ়ের। তা আজ এখানে আমাদের দশন দিলে কি মনে করে? বিন্দ দিদি যে বড় ছেড়ে দিলে, এতক্ষণ এখানে আছ, রাগ করবেন না ত ? , , - * * * , o, হেম। তোমার বিন্দ দিদি আপনি আসতে পারলে বাঁচে, সে আর ছেড়ে দেবে না ? সে এই কত দিন থেকে তোমাকে দেখবার জন্য আসবে আসবে করছে। তা কাল-পরশর মধ্যে একদিন আসবে। . * * . . * * * * উমা। তবে কালই পাঠিয়ে দিও। দেবে ত ? I 母 হেম। আচ্ছা কালই আসবে। সেও তোমার সঙ্গে দেখা করতে অতিশয় উৎসকে, তুমি শ্বশুরবাড়ী থাকলে সব্বদাই তোমার মার কাছে তোমার খবর জেনে পাঠায়। . 耻 উমা। তা আমি জানি। বিন্দরদিদি আমাকে ছেলেবেলা থেকে বড় ভালবাসেন, ছেলেবেলা আমরা দুজনে এক সঙ্গে খেলা করতাম, সে আমাকে একদণ্ড না দেখে থাকতে পাৱত না। ছেলেবেলা মনে করাতুম, বিন্দ দিদির সঙ্গে চিরকাল এক সঙ্গে থাকব, প্রত্যহ দেখা হবে, কিন্তু ছেলেবেলার ইচ্ছাগলি কি কখনও সম্পন্ন হয় ? মনের ইচ্ছা মনেই থাকে। তা কাল তোমার ছেলেটিকেও পাঠিয়ে দেবে ? - 哗 হেম। দেব বৈ কি, অবশ্য দেব। Aa - উমাতারা অতিশয় আহমাদিত হইলেন। পাঠক বুঝিতে পারিয়াছেন যে, উমার পিতার , ধনলিন্সায়, মাতার ধন গৌরবে, শ্বশুরবাড়ীর বড়মানুষী চালে, উমার বাল্যহৃদয়, বাল্য ভালবাসা একেবারে বিলুপ্ত করে নাই, সে এখনও বাল্যকালের সৌহৃদ্য কখন কখন মনে করিত, বাল্যকালের সহৃদকে একটা স্নেহ করত। ধনপরের ধনেশ্বর বংশের পত্রবধর অপব্ব" রপগরিমা ও বহমাল্য হীরকমুক্তাদি দেখিয়া আমরা প্রথমে একটা ভীত হইয়াছিলাম—এগুলি দেখিলেই আমাদিগের একটা ভয় সঞ্চার হয়—এক্ষণে, যাহা হউক, তাহার হৃদয়ের সদগণে দেখিয়া কথঞ্চিৎ আশ্বস্ত হইলাম; আর এই সামান্য সদগণটী জগৎ-সংসারে সচরাচর দেখিতে পাইলে সখী হইব। অন্যান্য কথাবাত্তার পর উমা বলিলেন, “তবে এখন একবার উঠ, অনুগ্রহ করে যখন এসেছ, একটা জলটল খেয়ে যাও, জল খাবার তৈয়ের হয়েছে।” উমা ঝম ঝম করিয়া আগে আগে গেলেন, হেমচন্দ্র বিনীতভাবে পশ্চাৎ পশ্চাৎ গেলেন। খাবার ঘরে ঢুকিলেন, খাবার সম্মুখে দটী সামাদান জনলিতেছে, রপোর থালে খানকত লুচি আর নানারপ মিস্টান্ন, চারিদিকে রপোর বাটীতে নানারকম ব্যঞ্জন ও দন্ধ ক্ষীর, যেন পাণচন্দুের চারিদিকে কত নক্ষত্র বেস্টন করিয়া রহিয়াছে ! হেমচন্দ্রের কপালে এরপে আয়োজন, এরপ খাবারদাবার সহসা ঘটে না, এই রৌপ্য সামগ্রীর মল্যে তাঁহার এক বৎসরের সাংসারিক খরচ চলিয়া যায়। উমাতারা আবার বলিলেন, “তবে খেতে বসো, গরিবদের যথাসাধ্য কিছু করেছি, কটী । হয়ে থাকলে কিছ মনে করো না।” + শ্যালীর সহিত অনেক মিস্টালাপ করিতে করিতে হেমচন্দ্ৰ আহার করিতে লাগিলেন । যে বৎসর বিন্দর বিবাহ হইয়াছিল, তাহারই পর বৎসর উমার বিবাহ হয়। উমা অতিশয় গৌরবণ ও সন্দেরী, হেমচন্দ্রের মতে উমার চেয়ে বিন্দরে নয়ন দটী সন্দর ও মাখের শ্রী অধিক, কিন্তু এ বিষয়ে হেমচন্দ্র নিরপেক্ষ সাক্ষী নহেন, সতরাং তাঁহার সাক্ষ্য আমরা গ্রাহ্য করিতে পারিলাম না। গ্রামে সকলে বলিত, বিন্দ কালো মেয়ে, উমা সন্দেরী, এবং সেই সৌন্দৰ্য্যগণেই উমার বড় ঘরে বিবাহ হইল। ধনপরের জমিদারের ছেলে সন্দেরী না হইলে ফু লিনা কি লাল আ ফ ম স আৰ ন লনি | তারিণীবাব এত ধনবান সম্বন্ধ করিয়া অনেক লাঞ্ছনা সহ্য করিলেন, তারিণীবাবর মহিষীও ধনপরের দাসীর নিকট গঞ্জনা সহিতেন; কিন্তু বড়মানুষের কাছে লাথী ঝাঁটাও সয়, গরিবের একটী কথা সয় না। a * 醇 • তারিণীবাব ধনী কুটবে করিয়াছেন বলিয়া গ্রামে তাঁহার মানসম্প্রম বাড়িল; তিনি ক্রমে দেশের মধ্যে একজন বড়লোক হইতে চলিলেন। এরাপ লাভ হইলে গোপনে দুই একটী 한88