পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BB BBBB BB BB BBB B BB BBB BBD D B Be DD wife | শরৎ। সেইরূপে ইচ্ছা আছে। শীঘ্ৰ কলকেতায় গিয়ে পড়তে আরম্ভ করব। আমি মনে মনে এক একবার জ্ঞাৰি, আপনারাও কেন একবার কলকেতায় আসন না; আপনারা কি চিরকালই বনা হয়ে গেলে আসন, আমাদের বাড়ীতে থাকবেন, আবার ইচ্ছে হলে পনরায় ভাদ মাসে ধান কাটবার সময় আসবেন। i হেম। শরৎ, তুমি আমাদের স্নেহ কর, তাই একথা বলছে। কিন্তু আমি কলকেতায় গিয়ে কি তুমি লেখাপড়া করবে, পরীক্ষা দেবে, সম্ভবতঃ চাকরী পাবে; আমি গিয়ে কি বল । শরৎ। কেন, আপনি কি কোনও প্রকার চেষ্টা দেখতে পারেন না ? আপনি এরুপ লেখাপড়া শিখে কি চিরজীবন এইখানে কাটাবেন? শুনেছি আপনি কালেজ ছেড়ে বিস্তর বই পড়েছেন, যাকে প্রকৃত শিক্ষা বলে, বি,এদের মধ্যে অলপ লোকেরই আপনার মত সেটী আছে ? আপনার শিক্ষায়, আপনার অধ্যবসায়ে, আপনার উন্নত সততায় কি কোনও এক প্রকার উপায় হবে না ? হেম। শরৎ, আমার শিক্ষা অধিক নয়, সামান্য; পন্তেক পড়তে ইচ্ছা হয়, অন্য কাজ নেই, সেই জন্যে দই একখানা করে দেখি। আর কলকেতার মত মহৎ স্থানে আমা অপেক্ষা সহস্র গলে উপযুক্ত লোক কমের জন্য লালায়িত হচ্ছে, কিছ হয় না, আমি যখন কলেজে ছিলেম, তা দেখেছি। গণে থাকলেও এত লোকের মধ্যে গণের পরিচয় দেওয়া কঠিন, আমার মত নিগণে লোক তিন চার মাসে কিছই করতে পারবে না, ব্যথাযত্ন হয়ে ফিরে আসতে হবে। শরৎ। যদি তাই হয়, তাতে ক্ষতি কি ? আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ীতে থাকলে আপনাদের কিছুমার ব্যয় হবে না, একবার সকলের কলকেতা দেখা হবে, একবার উন্নতির চেষ্টা করে দেখা যাবে; আমার স্থির বিশ্বাস যে বিশাল মনুষ্য-সমাদেও আপনার মত শিক্ষা, গণে, অধ্যবসায়, পরিশ্রম, ও অসাধারণ সততা অচিরেই পরিচিত ও পুরস্কৃত হবে। আর যদি তা না হয়, পুনরায় গ্রামে ফিরে আসবেন, তাতেই বা ক্ষতি কি ? হেমচন্দ্র ক্ষণেক চিন্তা করিলেন, শেষে বলিলেন, “শরৎ, তুমি আমাদের নিজ গহে স্থান দিতে চাইলে এটী তোমার অতিশয় দয়া। কিন্তু আমরা যদি সত্যই কলকেতায় যাই, তাহলে নিজেরাই একটী বাসা করে থাকবে, তোমার পড়ার অসুবিধা করব না। সে যা হক, এ কথা অদ্য রাত্রে নিপত্তি হওয়া সম্ভব নয়, তারিণীবাব বদ্ধমানে যেতে বলছেন, কলকেতায় ষেতে বলছে, আমারও ইচ্ছে কোথাও গিয়ে একবার উন্নতির চেষ্টা করে দেখি। করে, তোমার পরামর্শ নিয়ে একটা ভেবে চিন্তে নিপত্তি করবে। শরং । বিলদিদি। তোমার কি ইচ্ছে ? একবার কলকেতা দেখতে ইচ্ছে হয় না ? বিন্দ। ইচ্ছে ত হয়, কিন্তু হয়ে উঠে কৈ ? আর শুনেছি সেখানে অতিশয় খরচ হয়, আমরা গরীব লোক, এত টাকাই বা কোথা হতে পাব ? শরৎ। আপনারা ইচ্ছা করে টাকা খরচ করলেই খরচ হয়, নচেৎ খরচ নেই। আমি নিশ্চয় ব্যাঘাত হয় না; অনেক সময় যখন পড়তে পড়তে মনটা অস্থির হয়, তখন আপনাদের লোকের সঙ্গে কথা কইলে মন স্থির হয়। বিন্দর। আবার অনেক সময় যখন পড়াশনা করা উচিত, তখন বাড়ীর ভিতর এসে ছেলেবেলার পেয়ারা পাড়ার গল্প করা হবে! তাতে খাব লেখাপড়া হবে! শরৎ । আর অনেক সময় যখন ভাত খেতে অরুচি হবে, তখন কচি কাঁচ অীবের অবল খাওয়া হবে; আমি দেখতে পাচ্ছি লাভের ভাগটাই বেশী। 咀 বিন্দ। হাঁ, তোমার এখন লাভেরই কপাল! ঐ যে শুনেছিলেম, অম্বল-রাঁধনী একটী अ*ष्ट्र उग्रानक् । o শরং । কে ? বিন্দ। কেন, কিছ জান না নাকি ? ঐ তোমার মা তোমার বিয়ের সম্বন্ধ স্থির করছেন না ? もう《。た。