পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসার সন্ধা। দিদি, ঐ বুঝি গয়লানী আসছে! বিন্দ। কি লো, আজ একটা ভাল দধে এনেছিস, না কালকের মত জল দেওয়া দন্ধ এনেছিস ? তোদের কলকেতায় বাছা কলের জলের ত অভাব নেই, তোদের দধেরও অভাব নেই, রংটা রাখতে পারলেই হল! গোয়ালিনী। না মা, তোমাদের বাড়ীতে কি সে রকম দুধ দিলে চলে, এই দেখ না কেন ? খেলেই ত তোমরা ভালমন্দ বুঝতে পারবে। বিন্দর। দেখিছি বাছা, দেখিছি, আহা তালপুকুরে আমরা তিন পো একসের করে দধ পেতেম, তাই ছেলেরা খেয়ে উঠতে পারত না। তুই বাছা পাঁচ পো করে দুধ দিস, তা খেয়ে ছেলেদের পেট ভরে না। আর কড়ায় যখন দুধ ঢালি, সে দধে ত নয়, যেন জল ঢালছি। গো। তা পাড়াগাঁয়ে যেমন দুধ পেতে মা, এখানে কি তেমন পাবে ? সেখানে গরম চরে খায়, থাকে ভাল, দুধ দেয় ভাল। আমাদের বাঁধা গরা কি তেমন দধ দেয় ? বিন্দর। আর কাল যে একটা দৈ আনতে বলেছিলেম, তা এনেছিস ? গো । হাঁ, এই যে এনেছি। বিন্দর। ও মা ! ঐ চার পয়সার দৈ ? গো। তা, হাঁ গা, চার পয়সার দৈ আর কত হবে! ঐ তোমার ঝিকে বল না, বাজার থেকে একখানা কিনে আনতে, যদি এর চেয়ে বড় আনে তবে দাম দিও না। হাঁ মা, তোমাদের পিত্তেশে আমরা আছি, তোমাদের কি আমি ঠকাব গা ? বিন্দর। ওলো সন্ধা, এই দেখ লো, তোর সোণার কলকেতার চার পয়সার দৈ দেখ! একটা জল মেখে খাস বোন, তা না হলে ভাতে মাখতে কুলোবে না। কে ও, ঝি এসেছিস ? ঝি। কেন গা ? বিন্দর। বাছা, আজ একটা সকাল সকাল বাজার যাস । আজ বাবা দশটার সময় বেরবেন বলেছেন, সকাল সকাল বাজার করে আসিস । তুই কি মাছ নিয়ে আসিস, তার ঠিক নেই। হাঁ লা, বড় বড় কৈ মাছ বাজারে পাওয়া যায় না ? ঝি। তা পাওয়া যাবে না কেন মা ; তবে যে দর, সে কি ছোঁয়া যায় ? বড় বড় কৈ এক একটা দল পয়সা, তিন পয়সা, চার পয়সা চায়। বিন্দর। বলিস কি রে? কলকেতায় লোকে কি খায়দায় না, কেবল গাড়ীঘোড়া চড়ে বেড়ায় ? ঝি। তা খাবে না কেন মা, যে যেমন খরচ করে, সে তেমনি খায়। আমাদের দিন চার পয়সার মাছ আসে, তাতে দলবেলা হয়, তাতে কি ভাল মাছ পাওয়া যায় ? বিন্দর। আচ্ছা, মাগরে মাছ ? ঝি । ও মা, মাগরে মাছের কথাটী কইও না, একটা বড় মাগর মাছের দাম চার পয়সা, আট পয়সা। বলব কি মা, কলকেতার বাজার যেন আগন। আমরাও মা পাড়াগে’য়ে ঘর করেছি, হাটে মাছ কিনে খেয়েছি, তা কলকেতায় কি তেমন পাই ? কলকেতায় কি আমাদের মত গরিব লোকের থাকবার জো আছে মা, এই তোমরা দ-বেলা দপেট খেতে দিচ্ছ, তাই তোমাদের হিল্লেতে আছি, নৈলে কলকেতায় কি আমরা থাকতে পারি ? বিন্দর। তা নে বাছা, যা ভাল পাস নিয়ে আসিস, টেংরা মাছ হয়, পাশে মাছ হয়, দেখেশুনে ভাল দেখে আনিস। আর এক পয়সার ছোট ছোট মৌরলা মাছ আনিস, একটু অম্বল রোধে দেব। বাবকে যে কি দিয়ে ভাত দি তা ভেবে ঠিক পাইনি। আর দেখ, শাক যদি ভাল পাওয়া যায়, এক পয়সার আনিস ত, নটে শাগ হয়, কি পালম শাগ হয়, না হয় নাউ শাগ হয়ত আরও ভাল। আহা, তালপুকুরে আমাদের নাউ শাগের ভাবনা ছিল না, বাড়ীতে যে নাউ শাগ হত তা খেয়ে উঠতে পারতেম না। আলগালো বড় মাগগি, আল জেয়াদা আনিস নি, বেগন হয়, উচ্ছে কি ঝিঙ্গে হয়, কি আর কিছ ভাল তরকারি ষা দেখবি নিয়ে আসিস। আর থোড় পাস ত নিয়ে আসিস, একটা ছে’চকি করে দেব, না হয় মোচা নিয়ে আসিস, একট ঘণ্ট রোধে দিৱ। হা কপাল! থোড়, মোচা আবার পয়সা দিয়ে কিনতে হয়। করিলেন, এবং উনান জনালাইয়া দধে জনাল দিয়া উপরে লইয়া গেলেন। ছেলে দটী উঠিয়াছে। ○や○。