পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধ্ৰু সংসার দ্বারবান। হাঁ সো ঠিক, তোমরা লায়েক আদমী এ বাগান জানে না। আজ বড়া নাচ হোবে, বহত বাবা লোক আসেছে, বড়া তামাসা। হেম । তা নাচ দিচ্চে কে ? বাগানটা কার? দ্বারবান। ধনপ্রকা জমিদার ধনঞ্জয়বাব । হেমের মস্তকে যেন বজ্রাঘাত হইল। হা হতভাগিনী উমাতারা ধনে যদি সুখ থাকিত, মন্মরি-শোভিত ইন্দ্রপরীতুল্য প্রাসাদে যদি সখি থাকিত, সাদা জড়ি ও কালো জড়িতে যদি সুখ থাকিত, তবে তুমি আজ হতভাগিনী কেন ? ষোড়শ পরিচ্ছেদ ঃ ধনঞ্জয়বাব যেদিন রাত্রিতে হেমবাব ধনঞ্জয়বাবরে বাগান দেখিয়া আসিলেন, সেই দিন অবধি তিনি বড়ই চিন্তিত ও বিষন্ন রহিলেন। সহসা সে কথা বিন্দকে খুলিয়া বলিতে পারিলেন না, পাছে বিন্দ উমাতারার জন্য মনে ব্যথা পান; এবং বিন্দর নিকট হইতে কথাটি গোপন রাখিতেও তাঁহার বড় কতট বোধ হইল। কি করিবেন ? কি উপায় অবলম্ববন করিবেন ? হতভাগিনী উমাতারার সংবাদ কিরাপে লইবেন ? উমাতারার কোনরপে সহায়তা করা কি তাঁহার সাধ্য ? অনেক ভাবিয়াচিন্তিয়া একবার ধনঞ্জয়বাবরে বাড়ী যাইবেন ঠিক করিলেন। ধনঞ্জয়বাব বাল্যকালে যখন তালপুকুরে আসিতেন, তখন হেমকে বড় মান্য করতেন, সম্ভবতঃ এখনও হেমের দুই একটী পরামর্শ গ্রহণ করিতে পারেন। আর যদি তাহাও না হয়, তথাপি একবার উমাতারার অবস্থা দেখিয়া আসা হবে, তাহার পর যথোচিত উপায় বিধান করা যাইবে । এইরুপ মনে মনে স্থির করিলেন, কিন্তু ধনঞ্জয়বাবরে সহিত সহসা দেখা হওয়া সহজ ব্যাপার নহে। কলিকাতা মহানগরীতে ধনঞ্জয়বাবর বড় মান, অনেক বন্ধ, অনেক কাজের ঝন ঝাট, তাঁহার সহিত হেমের ন্যায় সামান্য লোকের দেখা হওয়া শীঘ্ন ঘটিয়া উঠে না। হেমের গাড়ী নাই, তিনি একদিন সকালে হাঁটিয়া ধনঞ্জয়বাবরে কলিকাতার প্রাসাদতুল্য বাটীতে গেলেন। দ্বারে দ্বারবানগণ একজন সামান্য পথশ্রান্ত বাবর কথায় বড় গা করে না, কেহ কোনও উত্তর দেয় না, খাটিয়ারপে সিংহাসন থেকে কেহ শীঘ্ৰ উঠে না। কেহ গা ভাঙ্গিতেছে, কেহ হাই তুলিতেছে, কেহ ডাল বাছিতেছে, কেহ বা বাড়ীর দাসীর সহিত দই একটী মধরে মিস্টালাপ করিতেছে। অনেকক্ষণ পরে একজন অনুগ্রহ করিয়া হেমের দিকে কৃপা-কটাক্ষপাত করিয়া কহিল,—কেয়া হায় বাব ? তুমি সকাল থেকে বসে আছে, কি চাই কি ? হেম। বলি একবার ধনঞ্জয়বাবরে সঙ্গে কি দেখা হতে পারে? অনেক দরে থেকে এসেছি, একবার খবর দাও না, বল তালপুকুর গ্রাম থেকে হেমবাব দেখা করতে এসেছেন। দ্বারবান। গ্রামের লোক ঢের আসে, বাব সকলের সঙ্গে দেখা করতে পারে না, বাবর অনেক কাজ । হেম। তব একবার খবর দাও না, বড় প্রয়োজনে এসেছি, একবার দেখা হলে ভাল হয়। দ্বারবান। প্রয়োজনে সকলে আসে, বাবরে কাছে এখন সকল গ্রামের লোকের প্রয়োজন আছে সকলেই কিছু আশা করে। তোমার কি গ্রাম শালপুকুর, সে মালকে বড় শালবন আছে ? হেম। না হে দ্বারবান জী, শালপুকুর নয়, তালপুকুর, তোমাদের বাবরে শ্বশুরবাড়ী সেই গ্রামে । তখন একটী খাটিয়ায় অদ্ধশয়ান দ্বিতীয় এক মহাপুরুষ একবার হাই তুলিয়া অদ্ধেক গাত্রোথান করিয়া বলিল,—হাঁ হাঁ, আমি জানে, সে তালপুকুর গ্রামে বাব সাদী করেছেন। তুমি বাবর শ্বশুরবাড়ীর লোক আছে ? হেম। সেই গ্রামের লোক ঘটে, বাবর সঙ্গে সম্পর্কও আছে। তখন দুই তিনজন বিজ্ঞ মশ্রীধারী ক্ষণেক পরামর্শ করিল। একজন কহিল, গ্রাম থেকে অনেক কাঙ্গালী আসে, তাড়াইয়া দাও। আর একজন কহিল, না শ্বশুরবাড়ীর লোক, সহসা や) げ○