পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী এইরুপ কথোপকথন হইতে হইতে রাস্তায় জড়ির শব্দ হইল, একখানি গাড়ী আসিয়া ফটকে দাঁড়াইল। উমা তাহার অর্থ বুঝিলেন, সতরাং দেখিতে উঠিলেন না, বিন্দ গবাক্ষের নিকট যাইয়া দেখিতে লাগিলেন। যাহা দেখিলেন, তাহাতে তাঁহার নয়ন হইতে ঝর ঝর করিয়া জল পড়িতে লাগিল। ধনঞ্জtr= বাবা বাগান হইতে আসিলেন। তাঁহার বেশভূষা বিশৃঙ্খল, তিনি নিজে অচেতন, দইজন ভূত্য তাঁহাকে গাড়ী হইতে উপরে উঠাইয়া লইয়া গেল। ঝর ঝর করিয়া চক্ষর জল ফেলিতে ফেলিতে বিন্দ উমাকে দই হস্তে আপনার বক্ষে ধারণ করিয়া বলিলেন,—উমা, ভগবান জানেন নারীর যতদর কষ্ট হয়, তুমি তা সহ্য করছ, সেই কন্টে উমা আর উমা নেই, বোধ হয় রাত জেগে, না খেয়ে, কে’দে কে’দে তোমার এই দশা হয়েছে, রোগও হয়েছে। কি করবে বোন, যেটী সইতে হয়, সয়ে থাক, যত্নের ক্রটি করো না, অভিমানও দেখিও না, একটী উচ্চ কথা কহো না, তাহলে আরও মন্দ হবে, এ রোগের সে ওষুধ নয়। নীরবে এ যাতনা সহ্য কর, যখন অবকাশ পাবে, মিষ্ট কথায় ধনঞ্জয়বাবকে তুষ্ট করো, কথায় বা ইঙ্গিতে তিরস্কার করো না, কাঁদতে হয় গোপনে কাঁদবে। যাদের নিয়ে ধনঞ্জয়বাব এখন এত সুখ অনুভব করেন, হয়ত কাল তাদের উপর বিরক্ত হবেন। পরম অসদাচারীও অসদাচার পরিত্যাগ করে আবার পবিত্র স্নিগ্ধ সংসারস্খ খৃজেছে, এমনও আমি দেখেছি। তোমার মাকে আমি অদ্যই চিঠি লিখব, ধৈৰ্য্য ধারণ করে আশায় ভর করে থাক, প্রাণের উমা, ভগবান এখনও, তোমার কট মোচন করতে পারেন, তোমাকে সখে দিতে পারেন। দই ভগিনীতে পরস্পর আলিঙ্গন করিয়া অনেকক্ষণ রোদন করিলেন। উমা বিন্দর কথায় কোনও উত্তর দিলেন না, মনে মনে ভাবিলেন—ভগবান একটী সখে আমাকে দিতে পারেন-- মৃত্যু। অল্টাদশ পরিচ্ছেদ ঃ আর একজন হতভাগিনী বিন্দ বাটী আসিয়া পালকী হইতে না নামিতে নামিতে সন্ধা সিড়ি দিয়া নামিয়া আসিয়া বলিল—দিদি, দিদি, কে এসেছে দেখবে এস । বিন্দর। কে লো ? সন্ধা। এই দেখবে এস না, এই শোবার ঘরে বসে আছে। বিন্দ। কে, শরৎবাব ? সন্ধা। না, শরৎবাব নয়। দিদি, শরৎবাব এখন আর আসেন না কেন ? বিন্দ। শরৎবাবর কি পড়াশনা নেই? তার পরীক্ষা আছে, সে কি রোজ আসতে পারে ? সন্ধা। পরীক্ষা কবে দিদি ? বিন্দ। এই শীতকালে। সন্ধা। তার পর আসবেন ? বিন্দ। আসবে বৈ কি বোন, এখনও আসবে। তবে রোজ রোজ কি আসতে পারে, যে দিন অবকাশ পাবে, আসবে। উপরে—কে বসে আছে ? সন্ধা। কে বল না ? বিন্দ । চন্দ্রনাথবাবর সন্ত্রী এসেছেন নাকি ? তিনি ত মধ্যে মধ্যে আসেন, আর কে আসবে? সন্ধা। না, তিনি নন। বিন্দ। তবে বঝি দেবীবাবরে সত্ৰী ? এতদিন পর বুঝি তিনি একবার অনুগ্রহ করে পদধলি দিলেন ? সন্ধা। না, তিনিও নন, কালীদিদি এসেছে। বিন্দ। কালীতারা! তারা কলকেতায় এসেছে ? কৈ, কিছুই ত জানি না। এই বলিতে বলিতে উপরে আসিয়া বিন্দু কালীতারাকে দেখিলেন; অনেক দিন পর তাহাকে দেখিয়া বড় প্রীত হইলেন। বলিলেন-এ কি, কালীতারা। "কলকেতায় কবে এলে? তোমরা সকলে ভাল আছ ? రిసిO