পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী বিন্দন। তা কাল না এলে নেই নেই, কিন্তু মধ্যে মধ্যে এস, এমন করে আপনাকে কট দিলে অসংখ করবে যে। শরৎ । দিদি ক্ষমা কর, এ বিষয় নিম্পত্তি না হলে আমি সাধার কাছে মথে দেখাব না। দেখো বিন্দরদিদি, এ কথা যেন সন্ধার কাণে না উঠে, তার মন যেন বিচলিত না হয়। আমার আশা যদি পণ না হয়, জগতে একজন হতভাগা থাকবে, আর একজনকে হতভাগিনী করবার আবশ্যক নেই। বিন্দর। তা তবে এ বিষয়ে বাবরে যা মত হয় তা তোমাকে লিখে পাঠাব। শরৎ । না দিদি, পত্রে এ কথা লিখো না, আমি আপনি এসে তোমার নিকট জিজ্ঞাসা করে যাব। কবে আসবে বল, আমার জীবনে বিধাতা সুখ লিখেছেন কি দুঃখ লিখেছেন, কবে জানব বল। বিন্দ। শরৎবাব, এ কথা ত দুই একদিনে নিপত্তি হয় না, অনেক দিক দেখতে হবে, অনেক পরামর্শ করতে হবে! তা তুমি দিন ১৫ । ১৬ পরে এস । শরৎ । তাই হক। আমি কালীপজার রাত্রিতে আবার আসব, এ কয়েক দিন জীবন্মত হয়ে থাকব। একবিংশ পরিচ্ছেদ : মেয়েমহলের মতামত শরৎবাব যেই বাটী হইতে বাহির হইয়া গেলেন, অমনি দেবীবাবর বাড়ীর একটী ঝি ঠাকুরের প্রসাদ এক থালা ফল ও মিন্টান্ন লইয়া আসিল। ঝি থালা নামাইয়া বলিল,—মঠাকরণ, তোমাদের জন্যে এই প্রসাদ পাঠিয়ে দিয়েছেন গো ! অনেক বাড়ীতে যেতে হয়েছিল, তাই আসতে একটা রাত হল। বিন্দর। থাল রাখ বাছা, ঐ রকে রাখ, কাল আমাদের ঝিকে দিয়ে থালা পাঠিয়ে দেব । ঝি রকের উপর থাল রাখিল। গার কাপড়খানা একটা টানিয়া গায়ে দিয়া একটা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া, গালে একটী আঙ্গলে দিয়া মুচকে মুচকে হাসিতে লাগিল! বিন্দর। কি লো, কি হয়েছে ? তোদের বাড়ীতে পাজার কোন তামাসাটামাসা হয়েছে নাকি, তাই বলতে এসেছিস ? ঝি। হ্যাঁ তামাসাই বটে, ভাদর নোকের ঘরে হলেই তামাসা, আমাদের ঘরে হলেই নোকে পাঁচ কথা কয় ! বিন্দ । কি লো, কি তামাসা, কোথায় হয়েছে ? ঝি। না বাপা, আমরা গরিবগরবো নোক, আমাদের সে কথায় কাজ কি বাপ। তবে কি জান, নোকে এ সব দেখলেই পাঁচ কথা কয়। বিন্দ। কি দেখলি রে, ভেঙ্গেই বঙ্গ না। ঝি আর একবার কাপড়টা সোর করে নিয়ে অার একটা মচকে হেসে বল্লে,—বলি ঐ ছোঁড়াটা এত রাত্তিরে বেরিয়ে গেল, ও কে গা ? বিন্দ একটা ভীত হইলেন। সদর দরজাটা এতক্ষণ খোলা ছিল, ঝি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শরতের কথাগুলি শুনিয়াছে ? একট ক্রুদ্ধ হইয়া বলিলেন,-তুই কি চখের মাথা খেয়েছিস ; শরৎবাব এসেছিলেন চিনতে পারিসনি ? তুই কি আজ নেকরা করতে এসেছিস ? ঝি। না, চখের মাথা খাইনি গো, শরৎবাব তা চিনেছি। তা ভন্দরনোকের ছেলে কি ভদ্দরনোকের মেয়ের সঙ্গে অমনি করে হাত কাড়াকড়ি করে ? জানিনি বাবা তোমাদের পাড়াগাঁয়ে কি নিয়ম, আমি এই উনত্রিশ বছর কলকেতায় চাকরী করছি, কৈ এমন ধারাটী দেখিনি। তা ভন্দরনোকের কথায় আমাদের কাজ কি বাব ? আমরা দলবেলা দপেট খেতে পাই তাই ভাল, আমাদের ও সব কথায় কাজ কি ? দেবীবাবরে বাড়ীর ঝিগলা বড় বেয়াড়া, তাহা বিন্দ পারে লক্ষ্য করিয়াছিলেন, কিন্তু আদ্য এই বির এই বিদ্রপপণে অঙ্গভঙ্গী ও কথা শুনিয়া মৰ্ম্মণস্তিক কুদ্ধ হইলেন। কিন্তু ক্রোধে আরও অনিন্ট হইবে জানিয়া তাহা সম্বরণ করিয়া কহিলেন,—ও কি জানিস ঝি, শরৎবাবর মা もふ bf