পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসার মাতা। বাছা, মনের ভাবনায় ডাক্তার কি করবে ? চিকিৎসক সে রোগ চিকিৎসা করতে জানে না । কালী। তবে কি হবে ? বিন্দ দিদির সঙ্গে এক দিন পরামর্শ করে দেখব ? আমাদের যখন যা কট হত, বিন্দ দিদিই আমাদের পরামর্শ দিতেন। মাতা। এ বিষয়ে পরামশ দেবে না ? কালী। দেবে বৈ কি মা, আমি একদিন বিন্দ দিদির বাড়ী যাব এখন। শীতকালে শরতের পরীক্ষা আসিল। শরতের সহাধ্যায়ীরা সকলেই বলিল,—পরীক্ষায় হয় শরচ্চন্দ্র না হয় তাহার একজন সহাধ্যায়ী কাত্তিকচন্দ্র সব্বশ্রেষ্ঠ হইবে। এক মাস পর পরীক্ষার ফল জানা গেল, কাত্তিকচন্দ্র সব্বশ্রেষ্ঠ হইলেন। সকলে বিস্মিত হইয়া দেখিল, পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদিগের মধ্যে শরতের নাম নাই! তখন শরতের মাতা শরৎকে ডাকাইয়া বলিলেন,—বাছা এত করে পড়ে শনে হাড় কালি করেও ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না। এখন কি করবে ? শরৎ কিছমাত্র উদ্বিগ্ন না হইয়া বলিলেন,—মা, একবার পারি নাই, আর একবার চেণ্টা করিয়া দেখি না। পরীক্ষা বড় কঠিন, অনেকেই প্রথম বার উত্তীণ হইতে পারে না। কালীতারাও কয়েক দিন বিন্দদিদির বাড়ী গেলেন, কিন্তু বিন্দ কোনও পরামর্শ দিতে পারিলেন না, বলিলেন,—তোমার মাকে বলিও, জ্যেঠাইমার সঙ্গে পরামর্শ করিয়া শরৎবাবরে জন্য কুসুম অহা করিল। আমরা বোন ছেলেমানষে, আমরা কি এ বিষয়ে কিছু পরামর্শ ! কালী এই কথাগুলি মাতাকে বলিলেন। মাতা। বাছা, সন্ধাকে কেমন দেখিলে ? কালী। সন্ধা ভাল আছে। কিন্তু কলকেতায় এসে কি বদলে গেছে, এখন আর তাকে চেনা যায় না। সে এখন ঢেঙ্গা হয়েছে, একট কাহিল হয়ে গেছে, কিন্তু বেশ কাজকম করছে। রংটাও সে ছেলেবেলার মত কাচা সোণার রং নেই, এখন কাল হয়ে গেছে, এখন আর সে তালপুকুরের সেই কচি মেয়েটীর মত নেই। اي جية বুদ্ধিমতী শরতের মাতা কোনও উত্তর করিলেন না। সমস্ত দিন আপনা আপনি চিন্তা করিতে লাগিলেন, কয়েকদিন অবধি প্রায়ই একাকী বসিয়া ভাবিতেন। পরে একদিন রাত্রে শয়ন করিতে যাইবার সময় মনে মনে বলিলেন,—বাছা শরৎ, মাতার প্রতি যাহা কৰ্ত্তব্য তাহা তুমি করিয়াছ। ভগবান সহায় হউন, সস্তানের প্রতি যাহা কৰ্ত্তব্য তাহা অামি করিব। উনত্রিংশ পরিচ্ছেদ ঃ গরদেবের আদেশ পরদিন প্রাতঃকালে শরতের মাতা একখানি শিবিকা আরোহণ করিয়া ভবানীপরে হইতে উত্তর দিকে বাড়শে বেহালা নামক গ্রামে যাইয়া উপস্থিত হইলেন। একটী ক্ষুদ্র কুটীরের সম্মুখে ভিতরে গেল । ক্ষণেক পরে সেই ঝির সঙ্গে এক জন বদ্ধ ব্রাহ্মণ বাহির হইয়া আসিলেন। তাঁহার বয়স কত, ঠিক অনুভব করা যায় না। মস্তকে অল্পই কেশ আছে, তাহা সমস্ত শুক্ল, শরীর গৌরবণ ও বলিপণ, মুখখানি বাদ্ধক্যের রেখায় অঙ্কিত। ইনি তালপুকুরের ঘোষবংশের কুলগর। গর দেবের সঙ্গে একজন তেজস্বী ব্রহ্মচারীও বাহিরে আসিলেন, তিনি সম্প্রতি কাশী হইতে কলিকাতায় আসিয়াছেন। গরদেব।' মা, আজ কি মনে করিয়া আমাকে সাক্ষাৎ দিতে আসিয়াছ ? আইস, ঘরে আইস । শরতের মাতা বন্ধের সঙ্গে ঘরের ভিতর গিয়া বসিলেন। জিজ্ঞাসা করিলেন–পিতা কুশলে আছেন ? Ç গরদেব। হাঁ বাছা ভগবানের ইচ্ছায় আমার শরীর সন্থে আছে। বাছা, তোমার সমস্ত মঙ্গল ? 8ՀՏ