পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী সন্ধা একট লজিত হইয়া মুখ ঢাকিয়া বলিল,—বলিব না। শরৎ। হ্যাঁ, বলিবে বৈ কি, বল না। শরৎ ধীরে ধীরে সেই কুসুম-স্তবকতুল্য দেহখানি হৃদয়ে ধারণ করিয়া সেই লজাবনতমখাঁর প্রসফটিত ওঠেদ্বয়ে গাঢ় চুম্ববন করিলেন। সে পশে সাধার সব শরীর কণ্টকিত হইল । লজায় অভিভূত হইয়া সন্ধা বলিল,—ছি! ছেড়ে দাও। শরৎ ছাড়িয়া দিলেন, বলিলেন,—তবে বল । সন্ধা একট হাসিয়া বলিল,—ছেলেবেলায় তোমাদের বাড়ীতে আসিতাম, তখন এই পেয়ারা গাছের পেয়ারা তুমি আমাকে পাড়িয়া দিতে, তাই মনে করিতেছিলাম ! শরৎ হাস্য করিয়া বলিলেন,-সেই আমাদের প্রথম প্রণয় এখনও ভুলিতে পার নাই ? আমাদের লিখিতে লজ্জা বোধ হইতেছে, শরৎ গাছে চড়িলেন, সন্ধা নীচে পেয়ারা কুড়াইতে লাগিল। এমন সময় ঘাটের নিকট একটা শব্দ হইল, কালীদিদি ঘাটে আসিতেছেন। সন্ধা লজিতা ও ভীতা হইল, এবার শরৎবাব কোন পথ দিয়া পলাইবেন ? কিন্তু সন্ধা স্বামীর সমস্ত ক্ষমতা ও গণে জানিতেন না, শরৎ সেই গাছ হইতে এক লাফে বেড়া ডিঙ্গাইয়া পড়িলেন, মহেত্তে মধ্যে আদশ্য হইলেন। শরৎ সে বৎসর সম্মানের সহিত পরীক্ষায় উত্তীণ হইলেন। তিনি লেখাপড়াও বিলক্ষণ শিখিলেন; কিন্তু বিন্দরদিদি আক্ষেপ করিতেন, গাছে চড়া অভ্যাসটী গেল না। 3家や