পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटश्रण ब्रक्रमाबलौ 皇 মহাশ্বেতা গম্ভীরভাবে উত্তর করিলেন,-যিনি এই বিপলে সংসার সস্টি করিয়াছেন, তাঁহার সহায়তা লাভ ভিন্ন সত্রীলোকে আর কি উপায় অবলম্ববন করিতে পারে ? 尊 সরলস্বভাব ব্রহ্মচারী মহাশ্বেতাকে ব্রত হইতে নিরন্ত করিবার জন্য আর একবার চেস্টা করিলেন। মহাশ্বেতা বুঝিতে পারিয়া বলিলেন,—আপনি পবে কথা সকল জানিলে এ প্রকার অনুরোধ করিতেন না, আমি নিবেদন করিতেছি, শ্রবণ করন, আর মহাত্মা চন্দ্রশেখরকেও এই সকল কথা জানাইবেন। পবেকথা স্মরণ করিতে করিতে মহাশ্বেতার শরীর কম্পিত হইতে লাগিল, মখমণ্ডল বিকৃতভাব ধারণ করিল, উজৰল চক্ষ আরও ধক ধক করিয়া জনলিতে লাগিল। প্রদীপ ক্ষীণ জ্যোতিঃ প্রদান করিতেছে; ঘরের চারিদিকে নিবিড় অন্ধকারে বায় বন সবন শব্দে প্রবলবেগে প্রধাবিত হইতেছে ও মহাশ্বেতার সামান্য কুটীরে বেগে আঘাত করিতেছে; কিন্তু সমাতিজাত প্রবল চিন্তাবায় তদপেক্ষা শতগণ বেগে মহাশ্বেতার হৃদয়কন্দরে আঘাত করিতেছিল। অনেকক্ষণ নিস্তন্ধ থাকিয়া মহাশ্বেতা বলিলেন,—আমি পাপীয়সী বটি; যে পরের অমঙ্গলের জন্য সপ্তবষী পয্যন্ত ব্রতধারণ করিয়া থাকিতে পারে, সে পাপীয়সী নহে ত কি ? কিন্তু সামান্য অত্যাচারে আমি পাপব্রত অবলম্বন করি নাই। শ্রবণ করন। সরলচিত্ত শিখণ্ডিবাহন অগত্যা শ্রবণ করিতে লাগিলেন । छूङौब्र अग्निटष्झन : द्वऊाबलम्बिनौब्र नवब“कथा BUT o'er her warrior's bloody bier The lady dropped nor flower nor tear. Vengeance deep brooding on the slain Had locked the source of softer woe, And burning pride and high disdain Forbade the rising tear to flow. —Scott. আমার স্বামী রাজা সমরসিংহ রায় কায়স্থকুলের ভূষণ ছিলেন, এবং কায়স্থ জমীদারদিগের শিরোরক্স ছিলেন। পাঠান দায়দেখাঁর সহিত যৎকালে মোগলদিগের যুদ্ধ আরম্ভ হয়, সমাট আকবর স্বয়ং যে সময় পাটনা নগর বেস্টন করেন ও গঙ্গার অপর পারস্থ হাজীপুর নগর অধিকার করিবার অভিলাষ করিয়া আলমখাঁকে প্রেরণ করেন, আমার স্বামী একসহস্ৰ অশ্বারোহী সৈন্য লইয়া মহাবীৰ্য্য প্রকাশ করিয়াছিলেন ও তিনিই সেই নগর হস্তগত করিবার প্রধান কারণ ছিলেন । তাঁহার বীরত্ববত্তোন্ত শ্রবণ করিয়া দিল্লীশ্বর এত তুস্ট হইলেন যে, কিছুদিন পরে পাটনা হস্তগত করিয়া পাটনার দরবারে সমস্ত হিন্দু জমীদারদিগের মধ্যে আমার প্রভুকেই প্রথম স্থান প্রদান করিলেন । তাহার অনতিবিলবেই সাগর-তরঙ্গের ন্যায় মোগল সৈন্য বঙ্গদেশ প্লাবিত করিল। মহাযোদ্ধা টোডরমল্ল সৈন্য সমভিব্যাহারে পলায়নপর দায়দেখাঁর পশ্চাদ্ধাবন করিলেন,-রাজা সমরসিংহ সানন্দ-চিত্তে টোডরমল্লের সহিত শত্রুপরিপণে বঙ্গদেশে যুদ্ধ করিতে নিগত হইলেন। তণ্ডা হইতে বীরভূমি, বীরভূমি হইতে মেদিনীপুর, মেদিনীপরে হইতে কটক, টোডরমল্ল যেখানে যেখানে গিয়াছিলেন, সব্বাত্রই আমার স্বামী তাঁহার দক্ষিণ হস্তস্বরুপ সঙ্গে সঙ্গে ছিলেন। যে যে যুদ্ধে টোডরমল্ল জয়লাভ করিয়াছিলেন, রাজা সমরসিংহ সেই সেই যুদ্ধে আপনার নৈসগিক বীরত্ব ও সাহস প্রকাশ করিয়াছিলেন। সে বীরত্ব ও সাহসের কি এই পুরস্কার ? পরে কটকের নিকট যে মহাযুদ্ধ হয় তাহাতে মোগল সেনাপতি মনাইমখাঁ স্বয়ং বক্তমান ছিলেন। মোগলেরা প্রায় পরাস্ত হইয়াছিল। মনাইমখাঁ যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়াছিলেন। আলমখাঁ যন্ধে নিহত হইলেন। কিন্তু রাজা টোডরমল্প ও রাজা সমরসিংহ ভয় কাহাকে বলে জানিতেন না। রাজা টোডরমল্ল বলিলেন, “আলমখাঁর মৃত্যু হইয়াছে, তাহাতে ক্ষতি কি : মনাইমখাঁ পলায়ন করিয়াছেন তাহাতেই বা আশঙ্কা কি ; সাম্রাজ্য আমাদের হস্তে আছে, আমাদের ૭