পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ বড় জা বলিল,—একি বোন, খেলে কৈ ? ছোট জা বলিল, যাদের জন্য খাবার করেছ দিদি, তাদের জন্য ভাগ করে দিলাম। এ ত আমার জন্য খাবার করনি দিদি। বড় জা বলিল,—তোমার জন্য নয় ত কার জন্য বোন ? ছোট জা বলিল,—এই এক ভাগ আমাদের পাকা বাড়ীর জন্য, এই এক ভাগ আমাদের পুকুরের জন্য, এই এক ভাগ আমাদের জমীদারীর জন্য, আর এই এক ভাগ আমাদের লোকজনের জন্য। এই সব দেখে রান্নাবান্না করিয়াছ দিদি, খাওয়াদাওয়া এদেরই সমপণ কর। আমাকে যদি খাওয়াইতে ইচ্ছা থাকিত, তাহলে যখন গরিব অবস্থায় অন্নের জন্য লালায়িত ছিলাম, তখন একদিন ডেকে খাওয়াইতে ! সন্ধ্যার সময় শকি বেজে উঠিল। ঘরে দ্বারে প্রদীপ বাতি জলিল, বাহির দরজায় বাদ্য আরম্ভ হইল, বাদ্ধাগণের ডাকাডাকি, তরণীদিগের খোসগল্প ও হাস্যধৰনি, দাসীদিগের ছটাছটিতে বাড়ী পরিয়া গেল। বাহির বাড়ীতে কন্যাকত্তা গোকুলবাব কোমরে চাদর বধিয়া ডাবা হংকা হাতে লইয়া, সভা প্রস্তুত করিতেছেন, বাতি জৱালাইতেছেন, হকি ডাক করিতেছেন, আস্ফালন করিতেছেন। ভিতর বাড়ীতে সমস্ত প্রস্তুত, কন্যাকে সাজাইবার জন্য ডাক হইল। মেয়ে সাজিতে বসিল, মুখখানি নম্ন ও শান্ত, হৃদয়খানি আনন্দে নত্য করিতেছে। षष्ठे अद्भिट्छ् + श्रृंखबिबाष्ट् তুষারমণ্ডিত বিশাল হিমালয় পব্বতের ন্যায় টোপরমণ্ডিত তারিণীবাবর বিশাল শরীর সভাস্থল জমকাইয়া রহিয়াছে! পাথরে-কালো স্থলে শরীরের উপর রক্তবর্ণ চেলির কাপড় শোভা পাইতেছে। পঞ্চাশ বৎসরের গোপ-কামান বরের মাথায় বিরাট টোপর শোভা পাইতেছে। কোথায় গেলেন কবি কালিদাস, তিনি সে মনোহর রপে বর্ণনা করন,-আমরা অক্ষম। বাড়ী লোকারণ্য, চারিদিকের গ্রামসমুহে কায়স্থকুলের কেহ নিমন্ত্রণে বাদ পড়ে নাই। বাড়ীর ভিতর একেবারে মেয়েতে ভরিয়া গিয়াছে, তাহাদের কল কল শব্দ, তাহাদের হাস্যধৰনি, ও তাহাদের কথারহস্যে বাড়ী আনন্দপণ"। কোন নবীনা উকিঝকি মারিয়া সখীকে ডাকিতেছে, “ওলো দেখিবি আয়লো, দেখিবি আয়। ওমা, একি বিয়ের বর, না একটা মুশকো মিনষে লো ?” দ্বিতীয়া। দরে পোড়াকপালী, বিয়ের রাত্রি বরকে অমন কথা বলে ! কেন লো, বরের রপে মন্দই বা কি ? রংটা একটু কাল বই ত নয়, না মুখের ছিরি আছে। প্রথমা। হাঁ, ছিরি আছে বৈ কি,-—কেবল গাল দুটি যেন পাকা বেগনে ঝুলে রয়েছে! দ্বিতীয়া। দীর পোড়ামুখী! শাখনো চড়ান গাল বুঝি ভাল ? প্রথমা। আর ঠোঁট দটী যেন বোলতায় কামড়ে দিয়েছে! দ্বিতীয়া। দেখিস, দেখিস, ঐ ঠোঁট পেয়ে গোপী বত্তে যাবে। শ্বশুরবাড়ী একবার গেলে হয়, এমন গোলগাল স্বামী পেয়ে আর এ-মাখো হবে না। প্রথমা। আর বকে কি চুল দিদি, ঠিক যেন আমাদের বাড়ীর অস্তিাকুড়ের জঙ্গল। দ্বিতীয়া। দরে হতভাগী ! অমন কথা বলতে নেই। প্রথমা ও বাবা! পেটটা কি ফলো গা ? মিনাষের পেট ফলেছে নাকি ? দ্বিতীয়া। যা যা, তোর আর বরের নিন্দে করতে হবে না। গোপী শনলে রাগ করবে। দেখিস, ঐ নাদোস নোদোস শরীর পেয়ে আমাদের গোপীর মন ভুলে যাবে। প্রথমা। না, সত্যি দিদি, বরের পা দখানা দেখ। ওমা পায়ে গোদ হয়েছে না কি ? গোদা পা নিয়ে কোন লজায় মিনষে বিয়ে করতে এল ? কোন এক জোড়া মোজা পরে ঢেকে ७aल प्ािनि ? দ্বিতীয়া। দেখিস দেখিস, ঐ পা গোপী কত যত্নে পজা করবে। প্রথমা। ইস! তা আর হতে হয় না। গোপী আপনার খদে খাদে আলতামাখা পা দুখানি যদি মিনষের টোপরের উপর না রাখে, তবে আমি আর কি বলেছি। আমি গোপীকে জানি, সে চাপা মেয়ে, মাখে ভাল মানুষ, মনখানি ক্ষরের মত ধারাল। বর গাত্রোথান করিলেন,—ষন হিমালয় পৰ্বত শিকড় ছিড়িয়া উঠিলেন । বাড়ীর ভিতরে সত্ৰী-আচার, রসিকাগণ সে আচার বণনা করন, আমরা তাহার কি জানি ? বাড়ীর উঠানে একেবারে মেয়ে পিলপিল করিতেছে, তারিণীবাবর বিশাল শরীরের চারিদিকে ঘুরিতেছে, Bరి