পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटयम ब्रध्नाबङा"ी গহে লোকে বকবকি করে, কানাঘাসো করে, কিন্তু মুখ ফুটিয়া বলে না। অবশেষে বাড়ীর একজন বদ্ধ ভূত্য একদিন অনেক কস্টে, অনেক কথার পর, কোনও প্রকারে প্রভুর আজ্ঞা ব্যক্ত করিল। রমাপ্রসাদ শুনিয়া হাসিলেন,-আবাসস্থান ত্যাগ করিলেন না। জমিদারমহাশয় নিজ আজ্ঞা লঙ্ঘিত হইয়াছে শনিয়া তত্তজন গল্পজন করিয়া উঠিলেন। দলেজীয় সিং, রামখালাওন সিং, অজ্ঞজনে দোবে, বলবন্ত চোবে প্রভৃতি বহৎ লাঠিধারী দ্বারবানগণ আসিয়া রমাপ্রসাদের ঘরের সম্মখে আস্ফালন করিল, তাঁহার কবল টানিয়া ফেলিয়া দিল, তাঁহার হাঁড়ি ভাঙ্গিয়া দিল । দ্বারবানগণ এতটা বীরত্ব প্রকাশ করিয়া বিশ্রাম করিতে গেল,— রমাপ্রসাদ পুনরায় কবল বিছাইয়া পুথি পাঠ করিতে বসিলেন, দেবীপ্রসাদ নতন হাঁড়ী কিনিয়া আনিল । যোগমায়া সন্ধ্যার সময় পাত পাড়িয়া দিবার সময় আশ্রজেল মোচন করিলেন। আসার দুঃখপণ জীবনে তিনি এই সন্ন্যাসী ভিন্ন কাহারও নিকট মিস্ট কথা শানেন নাই, সন্ন্যাসীর বালক ভিন্ন আর কাহারও নিকট অপত্যসম স্নেহ পান নাই। ই হারা শীঘ্ৰ চলিয়া যাইবেন শুনিয়া যোগমায়া নীরবে আশ্রবেষণ করিলেন। রমাপ্রসাদ মনের ভাব বুঝিলেন, কহিলেন,—যোগমায়া, তুমি অতি দুঃখিনী, তোমাকে এ দুঃখে ফেলিয়া আমি চলিয়া যাইব না, নিশ্চিন্ত হও! যোগমায়া। জমিদার-গহিণী আদেশ দিয়াছেন, ভূতগণ প্রভুকে কাল গহে হইতে বলপবেক বহিস্কৃত করিবে । রমাপ্রসাদ। যোগমায়া, আমি তোমাকেই জমিদার-গহিণী বলিয়া জানি। যোগমায়া। ভগবন! আমি এককালে জমিদার-গহিণী ছিলাম, এখন অনাথিনী । আমার ক্ষমতা কোথায় ? সম্প্রপত্তি কোথায় ? রমাপ্রসাদ। এই গহে তোমার শ্বশুরের সম্পত্তি, তোমার স্বামীর সম্পত্তি। যোগমায়া উত্তর দিলেন না, বলয়শন্য সক্ষম হস্তদ্বয়ম্বারা মাখ আবরণ করিয়া অনেকক্ষণ নীরবে রোদন করিলেন। তাঁহার শরীর কাঁপিতেছিল, হৃদয়ে কি একটী ভাব উদয় হইতেছিল, মখে কি একটী কথা আসিতেছিল, কিন্তু তাহা বাক্যতে প্রকাশ পাইল না। অনেকক্ষণ পর ধীরে ধীরে বলিলেন,—আমি সন্ত্রীলোক, সম্পত্তির কি জানি। রমাপ্রসাদ। আমি তোমার সম্পত্তি জানি। আমি সে সম্পত্তি রক্ষা করিব । যোগমায়া। জমিদারের প্রভূত ক্ষমতা, আপনি আমার সম্পত্তি রক্ষা করিবেন কিরাপে, আমাকেই বা রক্ষা করিবেন কিরাপে ? রমাপ্রসাদ। দবে’লকে রক্ষা করা আমাদের ধৰ্ম্ম, ধম্মাচরণে ঈশ্বর বলদান করিবেন। যোগমায়া। তবে আপনি যাহা বাঝেন করুন, আমি অবলা, আমি-আমি-আমি আপনার আশ্রিতা, আপনি আমার দেবতা। . রমাপ্রসাদ । নিশ্চিন্ত হও । কামিনীকান্তবাবর গহিণীকে একবার বল, সন্ন্যাসী ঠাকুর একটী কথা বলিতে ইচ্ছা করে,—কামিনীকান্তবাবরে মঙ্গল অমঙ্গল তাঁহার উপর নিভার করে। যোগমায়া এই কথা গহিণীকে জানাইলেন । গহিণীর মনে একটা ভয় হইল। তিনি সন্ন্যাসী ঠাকুরকে ডাকাইয়া পাঠাইলেন। রমাপ্রসাদ। একজন দরিদ্র শাস্ত্র-ব্যবসায়ী আপনাদের বিস্তীণ জমিদার-গহে আশ্রয় লইয়াছে, তাহাকে তাড়াইয়া দেওয়া কি আপনার মত হইয়াছে ? গহিণী। বাব এইরুপ মত করিয়াছেন। রমাপ্রসাদ । এই প্রকাণ্ড বাড়ীতে এ দরিদ্র থাকিবার জন্য কি একটী ঘর পায় না ? গহিণী। ঘরের অভাব নাই। রমাপ্রসাদ । দলবেলা দরিদ্রকে খাওয়াইবার অন্নের অকুলান ? গহিণী। অন্নের অভাব নাই! রমাপ্রসাদ । তবে দরিদ্রকে তাড়ান কেন ? গহিণী। অনেক গোলযোগ হইতেছে, আমাদের বড় নিন্দ হইতেছে, আমাদের দেশাচার দেখিয়া চলিতে হয়, সেইজন্য বোধ হয় বাব এরপে আদেশ দিয়াছেন। : রমাপ্রসাদ। দেশাচার কি আমি অন্যথা করিলাম, না খোজেস্তা বিবি ? 8もさ