পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभश्च ब्रळनाबजौ আসিলেন। রসিকা ফলকুমারী তাঁহাদের নেত্রী, কলসটী নামাইয়া যাত্রার একটী ছড়া কাটিলেন,— “ওলো, এত দিনের পর সন্ন্যাসীর কপাল ফিরেছে। কত্তাটী কত্ত"াটী বলে বড় গিন্নী ডেকেছে।” . বসন্তকুমারী। দরে পোড়ারমুখী, বড়গিন্নীর উপর ঠাট্রা! শুনতে পেলে মাথা মাড়িয়ে বাড়ী থেকে বের করে দেবে! ফলকুমারী। ঠাট্টা আবার কি ? বড়গিন্নীর দাসী এখানে কাজ করছে, রাঁধনী রান্নার আয়োজন করছে, তা বড়গিন্নী সন্ন্যাসীর উপর সদয় হয়েছেন নয় ত কি ? কুসুমকুমারী। না লো না, তা নয়। বড়গিন্নীর একটা বড় ফড়িা ছিল, সন্ন্যাসী বস্ত্যয়ন করে তাই কাটিয়ে দিয়েছে, তাই সন্ন্যাসীর এত অাদর। হেমকুমারী। তা নয় লো, তা নয়, তোরা জানিসনি শুনিসনি, কথা ক’স কেন ? কত্তার একটা বড় ফড়িা ছিল, তাই বড়গিন্নী সন্ন্যাসীকে কাল সন্ধ্যার সময় ডাকিয়ে পাঠিয়েছিলেন। স্বর্ণকুমারী। ও লো, আমি বলি শোন। সন্ন্যাসীকে ঔষধ করতে ডেকেছিল। ফুলকুমারী। কিসের ঔষধ লো ? বড়গিন্নীর এ বয়সে আবার ছেলে হবার সাধ আছে না কি ? স্বর্ণকুমারী। দরে পোড়াকপালী ! তা নয় লো তা নয়, এ অন্য ঔষধ । সকলে । কি ? কি ? কি ঔষধ ? স্বর্ণকুমারী। বড়গিন্নীর একটা শত্র আছে, তাকে বাণ মারবার ঔষধ। এখন শনলি ? সকলে। কে ? কে ? কে ? শত্র কে ? স্বর্ণকুমারী। ওলো, বলি শোন । ঐ যে একটা মছেনমানী কলকেতায় আছে না ? তার নাম খোজেস্তা, তাকেই বাণ মারবে। আমাদের খোকার ঝি লুকিয়ে লুকিয়ে শুনে এসেছে। সন্ন্যাসী নাকি বলছে সেই মছনমানীকে শীঘ্ৰ ধবংস করিবে। ། རྒྱུན་ཀྱཱ"ར་༡༢ རྩ༅། 5f་" " ལྷ་སྡེར་ཅ གཙོར་༦ ཝ་པ་གཡས་པ་ একদল আসিয়া সেই ঘাটে কলস | মাতঙ্গিনী। ও লো, আজ যে বড় ঘটা দেখছি! কি, হয়েছে কি ? তরঙ্গিণী । ও লো, তা জানিসনি,-আমাদের যোগমায়ার যে কপাল ফিরেছে ? মাতঙ্গিনী । সে কি ? সে কি ? কি হয়েছে ? তরঙ্গিণী । হবে আবার কি ? কাল যোগমায়া নাকি বড়গিন্নীর কাছে সন্ন্যাসীকে নিয়ে গিয়ে ঢের কাঁদাকাটি করেছে। বলেছে, সন্ন্যাসীকে বাড়ী থেকে বার করে দিলে আমি ঝুলী নিয়ে তার সঙ্গে বৈষ্ণবী হয়ে বেরিয়ে যাব ! মাতঙ্গিনী । অবাক কল্পে মা ! কোথা যাব মা ! ওমা চল্লিশ বছরের বড়ি বৈষ্ণবী হবে! কলিতে কতই নাকি হবে ? 轟門 রাধারঙ্গিনী। ও লো, তা নয়, তোরা আসল কথা শুনিসনি। সকলে। কি ? কি ? কি ? আসল কথাটা কি ? রাধারঙ্গিনী । বলি ঐ যে তালপুকুর থেকে দুটা বাব আসে না,—হেমবাব আর শরৎবাব ? তাদের মধ্যে শরৎবাবটী একটী বিধবা বিয়ে করেছে, সে নাকি হেমবাবরে শ্যালী হয়। তা তারাই নাকি সন্ন্যাসীকে ভজিয়েছে যে বিধবারও বিয়ে হয়। এই আর আমাদের যোগমায়া কোথায় যায় ? একেবারে নেচে উঠেছে। এই জন্য সন্ন্যাসীর এত শশেষো করে, সন্ন্যাসীর পাত পেতে দেয়, জল এনে দেয়, কত সেবা করে। ங் ও লো, তা নয় লো, তা নয়, তোরা আসল কথা শুনিসনি। সকলে। কি ? কি ? কি ? কি হয়েছে ? কৃষ্ণসঙ্গিনী। হবে আর কি ? ঐ সন্ন্যাসীর ছেলেটীর সঙ্গে হেমবাবরে মেয়েটনীর বিয়ে হবে, সব ঠিক হয়ে গিয়েছে। সকলে। বলিস কি লো ? সত্য নাকি ? অবাক কল্পে মা ! কোথায় যাব মা ! ಣ್ಣೆಗೆ! তাও কি হয় লো, সন্ন্যাসী হইল বামন, হেমাব হইল কায়েত, এদের কি হয় ? কৃষ্ণসঙ্গিনী। কিসের বামন ? বামনের মাখে আগন। " 8ó8