পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধরিয়া দিলাম, তাহাদের শান্তি হইয়া গেল, তজন্য তাহাদের সী-পত্রকে যথেস্ট পয়েস্কার দিলাম। যাহারা প্রকৃত আসামী তাহাদের সরাইয়া দিলাম, এবং হীরাসিং, লালসিং আর জওহর সিং, ইহারা রাত্রির মধ্যে রমণীকাস্তের লাশ দাহ করিয়া ফেলিল, এবং দেশান্তর হইল। সন্মতি। সন্দের বন্দোবস্ত! ইহার পর আপনার ভাবনার কারণ কি আছে ? হাঙ্গামার’ আপনি ছিলেন না প্রমাণ করিয়াছেন, যাহাদের থাকা প্রমাণ করিলেন, তাহারা জেলে গেল, আর চিন্তা কিসের ? জটাধারী কি ত্রিংশৎ বৎসর পর আপনার বিরুদ্ধে সেই মকদ্দমা আবার উঠাইতে p চাহে । কামিনী। জটাধারণী যে সেই হাঙ্গামার কথা জানে, তাহা আমার স্থির বিশ্বাস, সে সমস্ত শুনিয়াছে, সমস্ত জানে ! কিন্তু সেজন্য আমি ভয় করি না। ত্রিংশৎ বৎসর পর পরাতন মকদ্দমা উত্থাপন করিতে পারবে, সে ভয় আমি করি না। সমতি। তবে কিসের ভয় ? কামিনী। রমণীকান্ত আমার সহিত বিরোধ আরম্ভ করিয়া অবধি তাহার সাঁকে পোষ্যপত্র লইবার অনুজ্ঞা-পত্র দেয়। গোঁয়ার ছেলে বোধ হয় বঝিয়াছিল যে কোন দিন লাঠালাঠিতে তাহার প্রাণ যাইবে। সন্মতি। আপনি বৃদ্ধিমান জমিদার হইয়া একটা বিধবা মেয়েমানুষকে ভয় করেন ? আপনি সনাতনবাটীতে থাকিতে রমণীকান্তের বিধবা পোষ্য গ্রহণ করিবে ? কামিনী। সে পথ আমি বন্ধ করিয়াছি। রমণীকাস্তের মৃত্যুর পর তাহার বিধবা যোগমায়ার নিকট সে অনুজ্ঞা-পত্র কাড়িয়া লইয়াছি, এবং তাহার স্বামীর সমস্ত সম্পত্তি তাহার নিকট লিখাইয়া লইয়াছি! কিন্তু আমি গুপ্ত অনুসন্ধানে জানিয়াছি, এই জটাধারী সেই অনুজ্ঞা-পত্রের কথা জানে, এখন সেই কথা আদালাতে প্রমাণ করাইবে, এবং আপন ছেলেটীকে পোষ্য বরাপ যোগমায়াকে দিবে। তাহার পর পত্রের স্বত্বে তিন আনা জমিদারির মালিক হইয়া বসিবে! ষেরাপ ষোগমায়ার আচার-ব্যবহার দেখিতেছি, বোধ হয় সেই নিলাজ বিধবাও বুঝি জটাধারীর গহলক্ষয়ী হইয়া বসিবে। যেরপে জটাধারীর আচার-ব্যবহার দেখিতেছি, তাহার ধম্ম প্রচার ষোল আনা ভণ্ডামি, উদ্দেশ্য জমিদার হইয়া বসিবে! থাকতো সাবেক কাল, এমন বিধম্মী দেশাচারভ্রস্ট সন্ত্রী-পুরুষকে আস্তো মাটীতে পাতে ফেলিতাম ! কিন্তু এখন কি আমাদের ক্ষমতা আছে, না হিন্দুয়ানি আছে ? অনেকক্ষণ কথা কহিয়া কামিনীবাবরে গলা শুকাইয়া আসিয়াছে, এবং হিন্দুয়ানির দন্দশার জন্য হৃদয়ও ব্যথিত হইয়াছে, সতরাং এক গ্রাস সারা পান করিয়া গলাটা সিক্ত করিলেন, এবং হিন্দুয়ানি বজায় রাখিলেন। পরে ধীরে ধীরে আবার বলিতে লাগিলেন – এই আমাদের বিপদ, এখন যে উপায় অবলম্বন করিয়াছি, তাহা সমস্ত কল্য বলি নাই, শ্রবণ করন। : g তালপুকুরের তারিণী মল্লিকের সম্প্রতি কাল হইয়াছে। তাহার সম্পত্তি সে পাবেই সাঁকে উইল করিয়া দিয়াছিল। শুনিলাম নাকি মরিবার সময় আর একটা উইল করিয়াছে, তম্বারা আপনার সমস্ত সম্পত্তি হেম ও শরৎকে দিয়া গিয়াছে ! কি সব্বনাশ ! অনাথা বিধবাকে কি কেহ এরাপ করিয়া ভাসাইরা যায় ? সন্মতি। ভাসিয়া আসিয়া নাকি সে বিধবা সনাতনবাটীতে কলেকিনারা পাইয়াছে ? কামিনী। গোপবালা নিরাশ্রয় হইয়া পরামর্শ লইতে আসিয়াছিল, আমিও সপেরামর্শ झिझार्याछ् । সমতি। এ অবস্থায় পরামর্শ ত সহজ। উইল রদ করিয়া নিরাশ্রয় বিধবার সম্পত্তি রক্ষার ভার গ্রহণ করন, এবং সেই যৌবনফ্লিন্টা বিধবাটীকেও আপনি স্নেহদানপবেক সাম্প্রনা না হে, এ ঠাট্টার কথা নহে, এর ভিতর গরতর কথা আছে। সেই জটাধারী پینا“ তারিণীর মৃত্যুর সময়ে ছিল,—বড়ো উইল করিয়াই যে হঠাৎ মরিল, তাহাতে সন্দেহের কারণ আছে! জটাধারী বড় সহজ লোক নয়। * সন্মতি। এ দেখছি আপনাদের পাড়াগোঁয়ে বন্ধি! কলিকাতা আপনাদের কাছে হার মানিয়াছে! তা জটাধারীর উপর খননের দাবী চাপাইয়াছেন নাকি ? সাবাস পাড়াগেয়ে বৃদ্ধি। 8 C) இ! 喃剔 o