পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्टयञ्च ब्रफ़नाबलौ রামরঙ্গিণী । ও লো, মল পরাবে লো, মল পরাবে ! কাল সন্ধ্যার সময় লোহার মল নিয়ে সব এসেছে, মল পরবার আশা মেটাবে। সকলে। কে এসেছে দিদি ? কে এসেছে ? রামরাঙ্গণী। তা বুঝি জানিসনি ? ঐ যে পলিশের দারোগা এসেছে; লালপাগড়ী বোধে সব পাহারাওয়ালা এসেছে ! সকলে। কি সৰুবনাশ ! ওমা কি হবে গা ? দারোগা কেন এসেছে দিদি ? রামরঙ্গিণী । শনছি নাকি কত্তর্ণবাবা দারোগা মশাইকে ডাকাইয়াছেন, ঐ সন্ন্যাসী ঠাকুরকে বোধে বদ্ধমানে নিয়ে যাবে। যোগমায়ার রকমসকম দেখে কত্তাবাব নাকি বড়ই রেগেছেন, বোধ হয় বদ্ধমানে সাহেবদের কাছে বলেছেন, সাহেবেরা হঝুেম দিয়েছে-সন্ন্যাসীকে আর যোগমায়াকে বোধে বদ্ধমানে নিয়ে আয়! সকলে। কি সব্বনাশ! কি সব্বনাশ! ছিঃ! ছি:! জমিদারের বাড়ীর বেী হয়ে যোগমায়া এমন ঢলানটা ঢলালে। শেষে পলিশে পৰ্য্যস্ত এ কলঙ্ক রাষ্ট্র হল ! ছিঃ! ছিঃ! ছি! মধ্যবয়স্কাদিগের দল কলস লইয়া চলিয়া গেলেন,—তাহার পর প্রাচীনাদিগের দল আসিলেন। তাঁহাদেরও ঐ কথাবাত্তা, সনাতনবাটীতে পুলিশ আসিয়াছে, সতরাং ঐ বিষয় ভিন্ন গ্রামে আজ অন্য কথা নাই । শ্যামাসন্দেরী ও লো, আর শুনেছিস ? ঐ তালপুকুরে পলিশের দারোগাবাব এসেছিল, সে নাকি কাল সন্ধ্যার সময় আমাদের গ্রামে আসিয়াছে ? বামাসুন্দরী। কেন লো ? পুলিশ আবার কেন ? ওমা, শনলে যে গা কাঁপে। শ্যামাসন্দেরী। তা আসবে না তো কি ? গ্রামের যেমন রীতিপদ্ধতি হয়েছে, পলিশ না এসে আর কি করে। ঐ সে বছর নাকি তালপুকুরের হেমবাবুর ঘর থেকে একটা বিধবা মেয়েকে বার করে শরৎবাব বিয়ে করেছে। আবার এই জমিদার-বাড়ীতে শনছি ঐ পোড়ামাখো সন্ন্যাসীটা নাকি সেই তল্লাসে ঘরেছে। কত্তাবাব গ্রাম থেকে গিয়ে অবধি সন্ন্যাসীটার পদ্ধা বেড়েছে, এখন নাকি বলেছে, আমাদের যোগমায়ার গলায় মালা দিয়ে তাকে বের করে নিয়ে যাবে! ওমা, ছি ! ছিঃ! ছি:! তা কত্তামশাই নাকি বদ্ধমানে সাহেবদের তাই বলে দিয়েছেন ! বামাসন্দেরী। ওমা, কি লজ্জার কথা ! কি ঘেন্নার কথা! শ্যামাসন্দেরী। তাতে আবার লজ্জা কি লো ? কলির যে রীতিই তাই ! হরসন্দেরী। ও লো, তা নয় লো তা নয়। সেজন্য পুলিশ আসেনি লো, সে জন্য নয়! সকলে । তবে কিসের জন্য দিদি ? হরসন্দেরী। কত্তাবাব আমার নাড়গোপালকে একদিন বলেছিলেন, সন্ন্যাসীটা নাকি দাঙ্গা করে, খন করে, লোককে ঔষধ খাওয়ায়, সব করিতে পারে। তাই পুলিশ এসেছে লো! কৃষ্ণসন্দরী । না লো তা ত নয়, তা নয়! ঐ যে তালপুকুর থেকে মল্লিকদের বোঁ আমাদের বাড়ী এসেছিল না ?—আহা বাছার কপাল ভেঙ্গে গেছে, এ বয়সে বিধবা হয়েছে !—তার সঙ্গে বড়গিন্নী একদিন কথাবাত্তা করছিলেন, তখন আমার বড়বোঁ সেইখানে ছিল। তা মল্লিকদের বোঁ বলছিল যে ঐ ওদের গ্রামে যে হেমবাব আছে, সে নাকি মল্লিকদের সব বিষয় ঠকিয়ে নিয়েছে! তাই পুলিশ এসেছে গো, তাই পুলিশ এসেছে। ত্রিপুরাসুন্দরী ও গো, না গো, তা নয়। আমাদের বিলাসকামিনী এর ভিতরের কথা সব জানে। আমার বিলাসকামিনীর যে বছর বিয়ে হয়, সেই বছর আমাদের বাড়ীর রমণীবাব খন হয় না ? .است হরসন্দেরী। হাঁ হাঁ। আর বাছা নাড়গোপালের সেই মাসে ভাত হয় গো, সেই মাসে তার ভাত হয় । তা ভাতের সব আয়োজন—ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণসন্দরী। ঠিক বলেছ দিদি, ঠিক বলেছ, সেই মাসে আমার বড়বোঁয়ের সাধ হয়। আহা রমণীবাব আমার বোঁকে কত সামগ্ৰী দিত,–তা সে খোকার মুখ দেখেও যেতে পারলে না গো—ইত্যাদি, ইত্যাদি। ত্রিপরাসন্দেরী। তা সেই খনী মকদ্দমা পলিশ নাকি এতদিনে সন্ধ্যান পেয়েছে, তাই এসেছে। আহা এমন ছেলেও খন হয়, সে আমার বিলাসকামিনীকে কত ভালবাসত, বাছা বিয়েটাও দেখে যেতে পেলো না গো-ইত্যাদি ইত্যাদি। Se8