পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञग्न ज्ञकनाबङा" හූ” সে বিষয়ে যদি কিছু সন্দেহ থাকে, অনুমতি দিন, আমি কয়েকজন সাফাই | মাজিস্ট্রেট তখন উত্তর করিলেন-বাদীর প্রমাণ যদি সন্দেহযুক্ত হয়, তাহা হইলে আসামীর সাক্ষী ডাকিবার কিছু আবশ্যক আছে কি ? চন্দ্রনাথ বলিলেন,—সচরাচর মকদ্দমায় আবশ্যক নাই বটে, কিন্তু এ মকদ্দমায় আছে। এ মকদ্দমায় একজন ধৰ্ম্মপরায়ণ উন্নতচরিত্র ভদ্রলোকের নামে একটী সম্পণে মিথ্যা অপরাধ আরোপিত হইয়াছে! বাদ্ধক্যে, রোগে যে লোকের মৃত্যু হইল, তাহাকে বিষ খাওয়ানর একটী অদ্ভূত গলপ সন্ট হইয়াছে ! বিষকচু বলিয়া কি পদাৰ্থ আছে তাহা সচরাচর লোকে জানে না, পুলিশ সেই বিষকচুর শিকড় পাঠাইয়াছেন, পাত্ৰটী পয্যন্ত ডাক্তারের পরীক্ষার জন্য পাঠাইয়াছেন । যদি এ ভয়ঙ্কর অপরাধ সত্য হয়, তাহা হইলে আসামীর প্রাণদণ্ড বিধেয় ! যদি মিথ্যা হয়, তাহা হইলে যে নশংস মিথ্যাব্যবসায়ী এরাপ মকদ্দমা সন্টি করিতে পারে তাহার সমচিত দণ্ডবিধান আপনার কত্তব্য! আমি সাহস করিয়া বলিতে পারি এরপ নশংস, মিথ্যাব্যবসায়ী পলিশকর্মচারী বঙ্গদেশে আজকাল অধিক নাই—যদি এরপ থাকে,—যদি তাহাদিগের শঠতা ও নৃশংসতা প্রমাণ হয়,—তাহা হইলে সেই পলিশকুলাঙ্গারদিগকে তিরোহিত করিয়া প্রজাদিগকে রক্ষা করা রাজার সমচিত কাৰ্য্য। আপনি কেবল বিচারপতি নহেন, এ জেলার শাসনকত্তা, সশাসনের ভার আপনার হস্তে। বিচারের সহায়তার জন্য, সুশাসনের সহায়তার জন্য, আমার স্বদেশবাসীদিগের মঙ্গলের জন্য, আমি অনুরোধ করিতেছি, আমাকে দুই ঘণ্টা মাত্র সময় দিন। আদালতের সময় মল্যেবান, কিন্তু দুই ঘণ্টা মাত্র পরিশ্রম করিলে আপনার মনের সম্পণে সন্দেহ দরে হইবে, আপনি জানিতে পারবেন, এ মকদ্দমা সম্পণে সত্য কি সম্পণে মিথ্যা। এ কথা আপনার হৃদয়ঙ্গম হইলে আপনিও কৰ্ত্তব্যকায্য সাধন করিয়া সন্তোষলাভ করিবেন-আসামীও প্রমাণ দিয়া সন্তোষ লাভ করিবে। তাহার পর আপনি যাহা আদেশ দিবেন, আসামী শিরোধায্য করিয়া মানিবে। আমার সাক্ষী আমি স্বয়ং আনিয়াছি, বাহিরে উপস্থিত আছে, আদেশ করন, তাহদের ডাকি । মাজিস্ট্রেট সাহেব সাফাই সাক্ষীদের ডাকিতে আদেশ দিলেন। সপ্তবিংশ পরিচ্ছেদ ঃ মকদ্দমা সমাপ্ত কামিনীকান্তের ন্যায় জমিদার, কাছারীতে মকদ্দমা দেখিতে আইসেন না। কিন্তু অদ্য চাজহইয়া দন্টে জটাধারী দায়রায় প্রেরিত হইবে, ভণ্ড প্রচারক জমিদারের ক্ষমতা বুঝিতে পারিবে: এই উল্লাসে কামিনীকান্তবাব নিজে উকিলদিগের সহিত বসিয়াছিলেন । যখন চন্দ্রনাথবাব হেমচন্দ্রকে লইয়া বিচারঘরে প্রবেশ করিলেন, তখন কামিনীবাবর হৃদকম্প হইল, চন্দ্রনাথবাবর কটপ্রশেন মকদ্দমার আসল অবস্থা প্রকাশ হইতে লাগিল, তখন কামিনীবাব মছা যাইবার উপক্রম হইলেন। তিনি বার বার বাহিরে চাহিতে লাগিলেন, সন্মতিবাবরে বদ্ধমানে আসিবার কথা ছিল, এ বিপত্তির সময় সন্মতিবাব কোথায় ? সন্মতিবাব কলিকাতার বৃদ্ধিমান এটনী", পাড়াগে’য়ে মোটা বৃদ্ধিতে যেরপে মকদ্দমা স্থাপন করা হইয়াছে, তাহাতে বড় হাত দেন নাই, পরে হাইকোটের চন্দ্রনাথবাব এ মকদ্দমায় আছেন শুনিয়া মকদ্দমায় কি হইবে তখনই বঝিয়াছিলেন । ডুবন্ত ডিঙ্গিকে পদাঘাত করিয়া ডুবাইয়া দেওয়া সমতিবাবর রীতি ছিল, তিনি হেমচন্দ্র ও যশস্বী চন্দ্রনাথবাবরে পরম বন্ধ হইয়া সরস্বতী ঠাকুরের সাফাইয়ের অনেক আয়োজন করিয়া দিলেন, এদিকে কামিনীকান্তবাবকে সংবাদ পাঠাইলেন--বিশেষ কায্যে ব্যস্ত থাকাতে আমি বদ্ধমান আসিতে অশক্ত ; ভরসা করি, আপনার কায্য সিদ্ধ হইবে । সাফাই সাক্ষীর জবানবন্দী হইতে লাগিল । আসামীর প্রথম সাক্ষী উপস্থিত হইলেন, তিনি তারিণীবাবরে গরে দেব, সনাতনবাটীর একজন ভদ্র শাসন্ত্রজ্ঞ ব্রাহ্মণ। টোলে শিষ্যদিগকে সমৃতিশাস্ত্র পাঠ করান, জমিদার-গহে ক্রিয়াকম সম্পাদনাথ যান, সমস্ত গ্রামে আদিত ও সম্প্রান্ত। ৭০ বৎসর বয়ঃক্রম হইয়াছে, কখনও আদালতে পদক্ষেপ করেন নাই, আজি বিন্দবোসিনী ও যোগমায়ার ক্ৰন্দন এড়াইতে না পারিয়া আসিতে বাধ্য হইয়াছেন। ՀեR