পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटअञ्ष ब्रध्ननाबणी করিলেন। নৌকা ধীরে ধীরে ইচ্ছামতী নদী দিয়া চলিতে লাগিল। কোন কোন স্থানে নদী প্রশস্ত হইয়াছে, উভয় পাশ্বে প্রান্তর, অটবী ও গ্রামস্থ বাক্ষলতাদি চন্দ্রালোকে অনুপম শোভা ধারণ করিয়াছে। কোন কোন স্থানে নদী এমন সংকীর্ণ হইয়াছে যে, উভয় পাশ্বাস্থ বংশশাখা লভিবত হইয়া পরস্পরকে আলিঙ্গন করিতেছে। তাহার নিবিড় পররাশির মধ্য দিয়া চন্দালোক প্রবেশ করিয়া স্থানে স্থানে ইচ্ছামতীর স্বচ্ছ সলিল উত্তজবল করিতেছে। ইচ্ছামতীর নীল জল কল কল করিতেছে ও তাহার উপর দিয়া ক্ষুদ্র তরী তর তর করিয়া ভাসিয়া যাইতেছে। সরলা এই প্রকার শোভা সন্দশন ও শ্রুতিমধরে শব্দ শ্রবণ করিতে করিতে শীঘ্রই নিদ্রিত হইল। ইন্দ্রনাথ নিকটে উপবেশন করিয়া সমস্ত রাত্রি আপনি অনিদ্র হইয়া সেই নির্মল চন্দ্রালোক-দীপ্ত মুখমণ্ডল দেখিতে লাগিলেন। প্রাতঃকালে নৌকা ইচ্ছামতী-তীরস্থ এক ক্ষুদ্র গ্রামে লাগিল। সেই গ্রাম প্রসিদ্ধ মহেশ্বর-মন্দির হইতে অদ্ধ ক্রোশ দরে ও চারিদিকে কাননে বেষ্টিত, সেই জন্য উহাকে বনগ্রাম বলিত। মন্দিরের মোহান্ত চন্দ্রশেখর ও অন্যান্য পজক সময়ে সময়ে মন্দির হইতে আসিয়া এই গ্রামে বাস করিত। আরোহিগণ নামিলেন। ধীরে ধীরে পথ অতিবাহন করিয়া চন্দ্রশেখরের আশ্রমে উপস্থিত হইলেন। शष्ठ *ब्रिटष्झम * बिभव्ज्ञा NOW naught was heard beneath the skies, The sounds of busy life were still, Save an unhappy lady's sighs, That issued from the lonely pile. –Mickle. সন্ধ্যাকাল সমাগত। বিস্তীর্ণ প্রাস্তরের উপর ভীমকান্তি চতুবেষ্টিত দাগ ও প্রাসাদ দেখা যাইতেছে। যমনা নদী চতুদিকে দলগ বেস্টন করিয়া কল কল শব্দে প্রবাহিত হইতেছে। দগের চারিদিকের দশ্য অতি রমণীয়। সমখে যতদরে দেখা যায়, মনোহর হরিৎ প্রাস্তর ধ ধ করিতেছে। সযর্ণ অস্ত গিয়াছে, কিন্তু এখনও পশ্চিম মেঘে রক্তিম আভা দেখা যাইতেছে। দগপাদচারিণী, শান্ত প্রবাহিণী নদীর নিম্মল বক্ষে সেই আভা প্রতিফলিত হইতেছে। সন্ধ্যার ছায়া ধীরে ধীরে সেই নিস্তন্ধ প্রাস্তরে অবতরণ করিতেছে; অবতরণ করিয়া সায়ংকালীন নিস্তব্ধতাকে অধিকতর মনোহর করিতেছে। প্রাস্তরে শব্দমাত্র নাই, কেবল মধ্যে মধ্যে বায়:হিল্লোলে দীরস্থ পল্লীর ক্রমশঃ মন্দীভূত রব শ্রত হইতেছে, আর মধ্যে মধ্যে পরিশ্রাস্ত গৃহাভিমুখগামী কৃষকদিগের শ্রমাপনোদন গীত কণকুহরে প্রবেশ করিতেছে। দগের পশ্চাস্তাগ এরুপ নহে। তথায় একটী প্রশস্ত আম্রকানন; উহা এত প্রশস্ত যে, দগে" হইতে সেই আমব্যক্ষ ভিন্ন আর কিছুই দেখা যায় না। যেমন অন্ধকার বৃদ্ধি পাইতে লাগিল, সেই আমবক্ষের ভিতর পাঞ্জ পাঞ্জ খদ্যোৎমালা দেখা দিতে লাগিল; নিকটে দরে, উচ্চে, নীচে সেই খদ্যোংমালা খেলা করিতে লাগিল। উদ্যানের ভিতর সন্দের সরোবর, সরোবরের স্বচ্ছ সলিলে পাশ্ববত্তী বক্ষের ছায়া প্রতিফলিত হইয়াছে, সরোবরের চারিদিকে নানাপ্রকার কীট পতঙ্গ সব সব রবে সায়ংকালের কীৰ্ত্তন আরম্ভ করিয়াছে। বাহির হইতে দেখিলে দাগের উচ্চ প্রাসাদ সম্পণে অন্ধকারাবত,—কেবল একমাত্র গবাক্ষ হইতে আলোক নিগাত হইতেছে। সেই গবাক্ষপাশ্বে এক অলপবয়সকা রমণী আসীনা-হস্তে গণ্ডদেশ স্থাপন করিয়া কি চিন্তা করিতেছেন। রমণী গগনমণ্ডলের একমাত্র উত্তজবল তারার প্রতি নিরীক্ষণ করিতেছিলেন। তাঁহারও সন্দের সীমন্তে একমাত্র উজ্জবল হীরকখন্ড ঝক ঝক করিতেছিল। রমণীর বয়ঃক্রম সপ্তদশ বর্ষ হইবে,—যৌবনে সব্ব অঙ্গ অসাধারণ সৌন্দয্যে বিকশিত হইয়াছে; কিন্তু এ সাধারণ নারীজাতির সৌন্দৰ্য্য নহে। সে রপরাশির সম্মুখে দাঁড়াইলে সহসা প্রেমের সঞ্চার হয় না, শ্রদ্ধা ও সমমানের সঞ্চার হয়। শরীর ক্ষীণ, উন্নত ও দীঘর্ণয়ত, অথচ কোমলতা পরিপািণ । ললাট অতি সন্দের সবঙ্কিম, অথচ উচ্চ ও প্রশস্ত; এরপে প্রশস্ত ললাট ^&