পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बझीकट्छज्रा শকুনি দেখিলেন, তাঁহার আশ্রমবিন্দ নিতান্ত নিৰ্ম্মফল হয় মাই, কাতরস্বরে বলিতে লাগিলেন, এ-প্রভুভক্তি যদি পাপ হয়, তবে আমি পাপিষ্ঠ বটে, তাহা ভিন্ন পাপ কি, আমি জানি মা। সতীশ । জান না,—বঙ্গচড়ামণি রাজা সমরসিংহকে বিনাশ করিবার পরামর্শ কে দেয় ? শকুনি। রাজাজ্ঞায় তাঁহার দণ্ড হইয়াছে। সতীশ । ভাল, তাঁহার জমীদারী এক্ষণে কে পাইয়াছে ? শকুনি। সবাদার স্নেহবশতঃ যাহাকে ষে দ্রব্য দান করেন, তাহা সব্বদাই শিরোধাৰ্য্য। সতীশ। শকুনি আর আমাকে ভুলাইবার চেণ্টা করিও না। অদ্য আমার জ্ঞান-চক্ষ উল্মীলিত হইয়াছে ও তন্দ্বারা স্বীয় হৃদয়ে এত অন্ধকার, এত পাপ দেখিতেছি যে, সে দশ্য আর সহ্য করতে পারি না। অদ্য বালিকার নিকট উপদেশ প্রাপ্ত হইয়াছি। এই বলিয়া সতীশচন্দ্র বিমলার সহিত কথোপকথন সমস্ত ভাঙ্গিয়া বলিলেন। শকুনি উত্তর করিলেন,—বঙ্গদেশের রাজাধিরাজ দেওয়ানের কি বালিকার কথায় ভীত হওয়া যুক্তিসিদ্ধ ? সতীশচন্দ্র উত্তর করিলেন,—বালিকা যদি সত্য কথা কহে, তবে সে কথা বালিকা-মুখনিঃসত বলিয়া পরিহায্য নহে। পাপপথে সব্বদাই বিপদ, তাহা আমি এতদিনে জানিলাম । শকুনি। যদি আজ্ঞা করেন, তবে বলি, আপনার বিপদ কি, আমি দেখিতে পাইতেছি না। সতীশ । আজি ছয় বৎসর হইল, যখন রাজা টোডরমল্ল প্রথমবার বঙ্গ ও বিহারদেশ জয় করিয়া দিল্লী প্রত্যাগমন করেন, তাহার অনতিবিলম্বে পণ্যাত্মা সমরসিংহ আমা কত্ত্বক নিহত হয়েন; সে কায্যে তুমিই পরামর্শ দিয়াছিলে। শকুনি। দিল্লীশ্বরের অধীনস্থ বঙ্গ ও বিহারদেশের সেনাপতি মনাইমখাঁর আজ্ঞায় সমরসিংহের দন্ড হয়। সতীশ। সত্য, কিন্তু সে আমাদেরই পাপ ষড়যন্ত্রে। তাহার দুই বৎসর পরে, যখন রাজা টোডরমল্ল দ্বিতীয়বার বঙ্গদেশ জয় করেন, তখন সমরসিংহের মৃত্যুর বিষয়ে কি মিথ্যা কহিয়া পরিত্রাণ পাইয়াছিলাম, বোধ হয় বিস্মত হও নাই। শকুনি। তাহার পর ? সতীশ । তাহার পর টোডরমল্ল পুনরায় সেনাপতি ও সবাদার হইয়া মঙ্গেরে আসিয়াছেন, আর নিস্তার নাই । শকুনি। যে কৌশলে এতদিন কথা গুপ্ত ছিল, সে কৌশল এক্ষণে ব্যথ হইবে কেন ? সতীশ। দরদশী টোডরমল্ল আমাদের কৌশলে পরাস্ত হইবেন না,—তুমি রাজা টোডরমল্লকে জান না ! শকুনি। কিন্তু এই দরদশী রাজাই একবার এই কৌশলে পরাস্ত হইয়াছিলেন। সতীশ। সত্য, কিন্তু সে বার দই এক মাসের জন্য আসিয়াছিলেন–এবার সবাদার হইয়া আসিয়াছেন, অনেক দিন বাস করিবেন। শকুনি! আমাকে নিবারণ করিও না, আমি তাঁহার নিকট সমস্ত বক্তান্ত বলিয়া ক্ষমা প্রাথনা করিব, তিনি একবার আমাকে ক্ষমা করিয়াছিলেন, পুনরায় ক্ষমা করিলেও করিতে পারেন। তাহার পর আমি এ পাপ সংসারে থাকিব না, যোগী হইয়া এই ঘোর পাপের প্রায়শিচত্ত আরম্ভ করিব। শকুনি। তাহা হইলে আপনাকে ইচ্ছাপবেক সংসার ত্যাগ করিতে হইবে না। প্রিয়সহেদ সমরসিংহের হত্যাকারক সম্পবন্ধে রাজা টোডরমল্ল কি আদেশ দিবেন, আপনি কি তাহা বুঝিতে পারেন না ? এই ব্যঙ্গ বাক্যে সতীশচন্দ্র মন্মান্তিক বেদনা পাইলেন, কিন্তু কিছু বলিলেন না। বিবেচনা করিয়া দেখিলেন, শকুনির কথাই সত্য ! গুপ্তকথা অপ্রকাশ থাকার সম্ভাবনা আছে, কিন্তু প্রকাশ হইলে প্রাণরক্ষার কিছই সম্ভাবনা নাই। অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন,— শকুনি! তুমি আমা অপেক্ষাও পাপিষ্ঠ, কিন্তু যদি তুমি মাত্তিমান পাপ হও, তথাপি তোমার *"; উপর * আ করা আমার সম্ভবে না; কিন্তু কাহার মাথার মাথা uk keSDuS প্রভো | আমার কথা অবধারণ করন, যে কথা ছয় বৎসর গুপ্ত আছে, তাহা প্রকাশিত হইবে না। আমি ২১