পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्धभ ज्ञछनावजौ পলায়ন-তৎপর হইয়াছিলেন, কিন্তু রাজা টোডরমল্ল তাঁহাকে নিষেধ করিয়া এরপে অপব্ব বীরত্ব প্রকাশ করিলেন যে, বিজয়লক্ষয়ী অগত্যা তাঁহারই অঙ্কশায়িনী হইলেন। আকবরশাহের অসংখ্য সেনাপতি ছিল, কিন্তু তাঁহাদের মধ্যে টোডরমল্ল অপেক্ষা কোন সেনাপতিই অধিক বীরত্ব ও সাহস দেখাইতে পারেন নাই। আকবরশাহ সমগ্র ভারতবষের রাজস্ব-স্থিরীকরণ-ভার রাজা টোডরমল্লের উপর ন্যস্ত করেন। সেই দরহে কম তিনি যেরপে সম্পন্ন করেন, তাহাতে তাঁহার সক্ষম বৃদ্ধি ও রাজনীতিজ্ঞানের পরিচয় প্রদান করিতেছে । রাজা টোডরমল্ল লাহোরে জন্মগ্রহণ করেন। অতি শৈশবাবস্থাতে তাঁহার পিতার মৃত্যু হয়। তাঁহার মাতা দারিদ্র্যজনিত যৎপরোনাস্তি কস্টভোগ করিয়াও শিশকে অতি যত্নে লালন পালন করেন। শিশুও অলপ বয়সেই তীক্ষা বৃদ্ধি প্রকাশ করেন ও প্রথমে কেরাণীর পদে নিযুক্ত হয়েন। স্বীয় অসাধারণ বৃদ্ধিবশতঃ এই নীচ কম হইতে তিনি রত্নপরিপািণ আকবরশাহের সভার মধ্যে প্রধান রত্ন হইয়া উঠিয়াছিলেন। সৈনিক পর্ষ সেই অপরিচিত আগন্তুককে রাজার সম্মুখে আনয়ন করিল। তিনি পাঠকের অপরিচিত নহেন। টোডরমল্ল জিজ্ঞাসা করিলেন,—যবেক ! তোমার নাম কি ? যবেক উত্তর করিলেন,—ইন্দ্রনাথ চৌধুরী। টোড। নিবাস কোথায় ? ইন্দ্র। নদীয়া জেলার অন্তঃপাতী ইচ্ছাপরে গ্রামে। টোড। তোমার কত সৈন্য আছে ? ইন্দ্র। সম্রাটের কায্য ও দেশ সশাসনের জন্য পিতার দুই তিন সহস্র পদাতিক সৈন্য বঙ্গদেশে আছে। কিন্তু আপাততঃ আমি একাকীই সম্রাটের কাৰ্য্য-সাধনাথ বিহার প্রদেশে আসিয়াছি। রাজা টোডরমল্ল কিঞ্চিং রটে হইয়া ক্ষণেক নিস্তব্ধভাবে যুবকের প্রতি তীব্রদটি করিতে লাগিলেন। যুবকের আকারে উদারভাব ভিন্ন কিছু মাত্র লক্ষিত হইল না। ক্ষণেক পর রাজা পুনরায় জিজ্ঞাসা করিলেন,— তোমার পিতা কি সম্রাটের কায্যে কিছর সেনা এই স্থানে পাঠাইতে পারেন নাই ? ইন্দ্র। প্রভুর আজ্ঞা পাইলে পাঠাইবেন। অধনা অনুমতি হইলে আমি প্রভুর কাষ'সাধনের আশা রাখি।—বলিয়া কোষ হইতে একবার অসি বাহির করিয়া পনরায় কোষে রাখিলেন। সাদীকখাঁ নামক সেনাপতি বলিলেন,—যবেক ! তুমি যেরপে অসি ধারণ করিলে, আমার বিশ্বাস, যুদ্ধে তোমার হস্তে অসির অপমান হইবে না। তারসনখা নামক অপর একজন সেনাপতি মদম্বেরে রাজাকে বলিলেন,—মহারাজ ! এ শত্রুদিগের গুপ্তচর, ইহাকে জল্লাদহন্তে অপণ করন। রাজা টোডরমল্ল কাহারও কথায় উত্তর না দিয়া বার বার যুবকের উপর তীব্রদটি করিতে লাগিলেন। তাঁহার আকৃতিতে বা মুখভঙ্গিতে কোনরাপ বৈলক্ষণ্য দেখিতে পাইলেন না। বিশেষ পরীক্ষার জন্য পনরায় বলিতে লাগিলেন,—তুমি একাকী আমাদের কাষ"সাধনে আসিয়াছ, ইহার অথ" বুঝিতে পারিতেছি না। ইন্দ্র। আমার একটী ভিক্ষা আছে। আপনাকে যদি প্রভুভক্তি প্রদর্শনে সস্তুস্ট করিতে পারি, তবে সে ভিক্ষা করিব, এক্ষণে সে ভিক্ষা করা ব্যথা হইবে। টোড। শত্ররা আমাদের সৈন্যমধ্যে বিদ্রোহ উত্থাপন করিবার জন্য অনেক চর প্রেরণ করিতেছে। তুমি তাহাদিগের একজন নহ, আমি কিরাপে জানিব ? ইন্দ্র। কায়স্থ জমীদারপত্রের কথার উপর বোধ হয় আপনি নিভার করিতে পারেন। টোড। অনেক সময়ে অভদ্র লোকও ভদ্রলোকের বেশ ধারণ করে; অনেক সময়ে ভদ্রবংশীয় লোক কপটাচারী হয় । 譬 ইন্দ্র। মহারাজ ! কপটাচরণ কখন করি নাই, আমাদের বংশে সে দোষ নাই। ক্রোধে ইন্দ্রনাথের বর বদ্ধ হইল। টোড। তোমার কথা উদারচেতা বীরপর ষের ন্যায়, কিন্তু অনেক সময়ে গভীর খলতা বাহ্যিক ঔদায" অবলম্ববন করে। ○も