পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচ্ছেদ ঃ কমলা As in the bosom o' the stream, The moon beam dwells at dewy e'en So trembling, pure was tender love, Within the breast o' bonnie Jean. And now she works her mammie's work, And aye she sighs with care and pain, Ye wist na what her ail might be, Or what wad make her weel again. —Burns. বিমলা কি জন্য মঙ্গের গমন করিয়াছিলেন, জানিতে পাঠক মহাশয় উৎসকে হইবেন, কিন্তু সে কথা বলিতে হইলে আমাদের তাহারও পন্বেকথা লইয়া আরম্ভ করিতে হয়। সুতরাং ইন্দ্রনাথ যে মন্দিরে সরলাকে রাখিয়া আসিয়াছিলেন, সেই মন্দিরের কথা লইয়া আমরা আরম্ভ করিব। আমরা পাবেই বলিয়াছি ইচ্ছামতীতীরস্থ মহেশ্বর-মন্দিরের অনতিদরে একটী গ্রাম ছিল --নাম বনগ্রাম। মন্দিরের মোহান্ত চন্দ্রশেখর প্রায়ই দেবালয়ে থাকেন, কিন্তু মধ্যে মধ্যে এই পল্লীগ্রামে আসিয়া বাস করিতে ভালবাসিতেন। দেবালয়ের মোহান্ত সচরাচর যেরপে সবাথপর ও বিষয়লব্ধ হইয়া থাকেন, চন্দ্রশেখর সেরাপ ছিলেন না। তিনি অতিশয় নিৰ্ম্মলচরিত্র ছিলেন, ও অনেক অনাথা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে এই পল্লীগ্রামে রাখিয়া ভ্রাতাভগিনীর ন্যায় ব্যবহার করিতেন। দেবালয়ের কায্য অন্যান্য বিশ্বস্ত পজকের হস্তে সমপণ করিয়া চন্দ্রশেখর আপন আশ্রিত কয়েক ঘর লোক লইয়া এই গ্রামে উপাসনা করিতে ভালবাসিতেন, আবার আবশ্যক হইলে স্বয়ংও মহেশ্বর-মন্দিরে কায্য করতেন। কমলানামনী একটী অনাথা কায়স্থ কন্যাকে পরিচারিকারপে গহে রাখিয়াছিলেন, কিন্তু কন্যার ন্যায় লালন পালন করিতেন। চন্দ্রশেখর যেরপে নিৰ্ম্মমালচরিত্র সেইরুপ ধৰ্ম্মপরায়ণ, তাঁহাকে দেখিলে পরাকালের মনিঋষির ন্যায় বোধ হইত, তাঁহার গ্রামটীকেও তিনি যথার্থই পরোকালের আশ্রমের ন্যায় করিয়া তুলিয়াছেন। সুতরাং তাঁহার শিষ্যগণ কথাচ্ছলে তাঁহাকে কন্বমানি, এবং তাঁহার পালিতা কমলাকে শকুন্তলা বলিত ! সায়ংকাল উপস্থিত। সেই সায়ংকালে দুইজন নদীতীরে আসীন ছিলেন। তাঁহাদিগের মধ্যে একজন আমাদিগের পর্বেপরিচিত সরলা, অন্য কমলা। কমলা অনেক দিন অবধি এই আশ্রমে বাস করিতেছিলেন। তাঁহার বয়ঃক্রম উনবিংশ বৎসর মাত্র। তিনি কাহার দুহিতা, কাহার বনিতা, তাঁহার স্বামীর কতদিন মৃত্যু হইয়াছে, এ সকল কথা কেহ জানিতেন না, জিজ্ঞাসা করিলে কমলা ক্ৰন্দন করিতেন, সতরাং কেহ জিজ্ঞাসাও করিতেন না। কমলার স্বভাব ও আচরণ দেখিয়া আশ্রমবাসিগণ বিস্মিত হইতেন। কমলা সততই শান্ত, অন্যমনস্কা ও চিন্তাশীলা। যে স্থানে আশ্রমপাদপপুঞ্জ অতিশয় নিবিড় ও অন্ধকারময়, যে স্থানে মনষ্যের শব্দমাত্র নাই, মধ্যাহ্নকালে গহকায্য সমাধা করিয়া কমলা সেই নিভৃত স্থানে একাকী চিন্তা করিতে ভালবাসিতেন, মধ্যাহ্নে অতি মদ-নিঃসন্ত পক্ষীর রব শুনিতে ভাল ধননি শুনিতে ভালবাসিতেন। সে অনন্ত ধৰনি শুনিতে শুনিতে কমলা ষে অনন্ত চিন্তা করিতেন সে চিন্তা কিসের? কে বলিবে কিসের ? চন্দ্রশেখর কমলাকে আপন গহে রাখিয়াছিলেন, আপন কন্যার মত যত্ন করিতেন, এবং গ্রামবাসিনী সকলেই কমলাকে ভালবাসিতেন এবং কমলার ಸ್ಟ್ಗಳ ತನ! সে কথাবাৰ্ত্তা কি মধরে, কি ভাবপরিপণে শ্রোতার কণে অমত বষণ ! 8○