পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী তৎপরে শিখণ্ডিবাহন নগেন্দ্রনাথকে লক্ষ্য করিয়া বলিলেন,—প্রতিজ্ঞাভঙ্গ করিয়া যদি অন্যায় করিয়া থাকেন, সে প্রতিজ্ঞা পনরায় পালন করিতে যত্নবান হউন। নগেন্দ্রনাথ কহিলেন,—শিখণ্ডিবাহন ! আমি প্রতিজ্ঞা পালন করিব । রাজা সমরসিংহের অনাথা দহিতাকে আনিয়া দাও, আমার সরেন্দ্রনাথের সহিত বিবাহ দিব। আর আমার পবেবৎ গাব নাই, পাববৎ অভিমান নাই, এবার যদি প্রতিজ্ঞা ভঙ্গ করি, তাহা হইলে যেন আমি আর পত্রের মাখ কখন না দেখিতে পাই। ইহা অপেক্ষা অভিশাপ আমি আর জানি না। শিখণ্ডিবাহন কোন উত্তর না করিয়া মহাশ্বেতার সহিত পুনরায় কথা কহিতে লাগিলেন। সে কি কথা হইতেছিল, পাঠক মহাশয় অনায়াসে অনুভব করিতে পারিবেন। (བྷ་ཥ་ཀ་ཇ་བ་ বলিতেছিলেন—ভগিনি ? আর বিলম্বেব আবশ্যক কি ? আপনার পরিচয় দিন । মহাশ্বেতা উত্তর করিলেন,—যদি বিধাতা আমাদিগকে পাবমত উন্নতিসম্পন্ন না করেন, তাহা হইলে এজন্মে পরিচয় দিব না, এ জন্মে কন্যার বিবাহ দিব না। শিখন্ডি। কেন ? মহাশ্বেতা। পরের নিকট অনুগ্রহ গ্রহণ করা আমার স্বামীর রীতি ছিল না। তিনি অপরকে অনুগ্রহ বিতরণ করিতেন, কাহারও নিকট অনুগ্রহ গ্রহণ করিতেন না। 疇 শিখন্ডি। তবে আপনি আমাকে নগেন্দ্রনাথের নিকট প্রতিজ্ঞাপালনের প্রস্তাব করিতে বলিলেন কেন ? క్గా এ অবস্থায় উনি প্রতিজ্ঞাপালনে সম্মত আছেন কি না দেখিবার জন্য—আমি সক্ষমত নাহা । বিংশ পরিচ্ছেদ ঃ বনগ্রাম ত্যাগ ALL prevailing foe I curse thee! let a sufferer's curse Clasp thee, his torturer, like remorse. —Shelley. কুটীরে যাঁহারা আসিয়াছিলেন, একে একে তাঁহারা প্রায় সকলেই উঠিয়া গেলেন। ব্রাহ্মণপত্নী ও ব্রাহ্মণকন্যাগণ সকলেই আপন আপন গহে গমন করিলেন। মহাশ্বেতা এখনও বসিয়া ছিলেন, আর আমলা প্রিয়সখীর মস্তক আপন হৃদয়ে ধারণ করিয়া বসিয়া ছিল। অমলা এতক্ষণ কি জন্য বসিয়া ছিল, পাঠক মহাশয় জানিতে ইচ্ছা করেন ? অমলা ভাবিতেছে,— জমীদার মহাশয়ের পত্র বিবাহ করিতে অসম্মত হইয়া পিতার গহত্যাগ করিয়াছেন, জমীদার মহাশয় এইরুপ বলিতেছেন —হরি! হরি ! যদি ইন্দ্রনাথ এই জমীদার মহাশয়ের পত্র না হয়, তবে আমি কৈবত্তের মেয়ে নহি! মন, স্থির হও, পিতা যাহাকে বিবাহ করিতে বলেন, তাহাকে বিবাহ করিবে না, সমরসিংহের মেয়েকে বিবাহ করিবে, সমরসিংহের বিধবা এক্ষণে নিরাশ্রয়, ছদ্মবেশে আছে, তাহার মেয়েকে বিবাহ করিবার জন্য পাগল হইয়াছে —হরি! হরি! আমার সই কি সমরসিংহের কন্যা ? মহাশ্বেতাকে দেখিলেও রাজরাণীর মত বোধ হয়, সামান্য কায়স্থ বিধবার মত বোধ হয় না, কাহারও সহিত অধিক কথা কহেন না, প্রত্যহ শিবপজা করেন, বদ্ধ বয়সেও মনখে সবগীয় মহিমা বিরাজ করিতেছে । আর সরলা ! সই আমার বক্ষের উপর গাঢ় নিদ্রায় অভিভূত, আমার বোধ হয় উহার মন ইহা অপেক্ষাও গাঢ়নিদ্রায় অভিভূত, আপনি রাজকন্যা হইয়াও তাহা জানে না। রাজকুমারীর সহিত কি আমি বন্ধত্ব করিতে সাহস করিয়াছি ? রাজকুমারীর পদবিক্ষেপে কি রন্দ্রপরে ও বনাশ্রমের পথ ও ঘাট পবিত্র হইয়াছে ? ভগবান! তুমিই জান, আমি কিছ স্থির করিতে পারিতেছি না।--অমলা এইরুপ চিন্তায় অভিভূত হইয়া নিদ্রা ভুলিয়া গিয়াছিল। o: জমীদার নগেন্দ্রনাথ শয়ন করিতে গেলেন। স্নেহময়ী কমলা বদ্ধ শোকাত্ত জমীদারের অনেক সেবা-শুশ্রুষা করিলেন। কমলা ও সরলা, দুইজনে আজি নিজ হস্তে রন্ধন করিয়া ○ O