পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वत्रर्गब८छष्ठा বজাতীয় জমাদারকে খাওয়াইয়াছেন, সযত্নে জমাদারের শষ্যা রচনা করিয়াছেন, জমীদারের অনেক সেবা করিয়াছেন। জমীদার এই শাস্ত নম্নমুখী রমণীদ্বয়ের যত্ন দেখিয়া প্রীত হইলেন, সজল নয়নে কহিলেন,–মা কমলা, তুমি আর ঐ বালিকা সরলা বন্ধের জন্য অদ্য যে সেবা ও যত্ন করিলে, এ বদ্ধ এতটুকু যত্ন অনেক দিন পায় নাই। আমি যদি অভাগা না হইতাম, তোমাদের মত স্নেহময়ী পত্রবধাদ্বয় আজি আমার সেবা করিত, তোমাদের ন্যায় শাস্ত, সরপা পত্রবধ স্বয় আমার ঘর আলো করিত! কিন্তু বিধাতা সে সুখ আমার কপালে কি লিখিয়াছেন ? কাত্তিকের ন্যায় পত্রদ্বয়, লক্ষীর ন্যায় স্নেহময়ী পত্রবধাদ্বয় আমার গহ কি পণ করিবে ? আমি সংসারে অনেক দেখিয়াছি, এই গ্রামের ন্যায় শান্তিপণে স্থান সংসারে বিরল। আমি অনেক কায়স্থ কুল দেখিয়াছি, তোমাদের ন্যায় স্নেহময়ী সব্বগুণসম্পন্না কায়স্থকন্যা অতি বিরল। অমলাও শয়নাথ গমন করিল। বাহিরের কুটীরে কেবল মহাশ্বেতা সরলাকে লইয়া এখনও বসিয়া আছেন, শীঘ্ৰ শয়ন-কক্ষে যাইবেন মনে করিতেছেন, এমন সময়ে পরিচারিকা-বেশে একজন নারী আসিয়া মহাশ্বেতার কাণে কাণে বলিল,—রাণীমা, একবার এদিকে আইসন। মহাশ্বেতা বিস্মিত হইলেন ! এ গ্রামে তাঁহাকে “রাণীমা” বলিয়া কে চিনিল! পরিচারিকা আবার বলিল,-রাণীমা, আমাকে চিনিতে পারিলেন না ? আমি যে আপনারই পরাতন দাসী। মহাশ্বেতা তখন তাহাকে চিনিলেন, সে চতুক্ৰেষ্টিত দগের একজন পরাতন পরিচারিকা ছিল। বিস্মিত হইয়া বলিলেন,— একি ! তুই এত দিন পরে সেখান হইতে আসিলি, কি জন্যই বা আসিলি ? আমরা এ গ্রামে আছি কিরাপে জানিলি ? পরিচারিকা। আপনারা চতুবোটিত দাগ হইতে চলিয়া যাইবার পর আপনার শ্বশর কুলের লোক আপনার জন্য কত অনুসন্ধান করিয়াছে, কচিমেয়ে সরলার জন্য কত কাঁদাকাটি করিয়াছে, তাহা আর কি বলিব মা ? সে সব কথা পরে বলিব। অনেক অনুসন্ধান করিয়া শেষে আপনাদের পাইলাম। সরলা দিদির পিশিমা একবার ভাইঝির মুখখানি দেখিবার জন্য কত দেশে ঘুরিয়াছেন তাহা আর কি বলিব। শেষে রন্দ্রপরে যান, তথা হইতে নৌকা করিয়া এই গ্রামে আসিয়াছেন। এখানে তাঁহার আসিতে ভয় হয় ; যদি রাণীমা কন্যাকে লইয়া একবার নৌকায় যাইয়া দেখা করেন তাহা হইলে পিশিমা আপনাদিগকে অনেক দিন পরে দেখিয়া একবার চক্ষ জড়ান। পরাতন কথা মনে উদয় হওয়ায় মহাশ্বেতার পাষাণ হৃদয় গলিত হইল, নয়ন দিয়া ঝর ঝর কবিয়া আশ্রম বহিতে লাগিল। সে অশ্র সম্বরণ করিয়া সরলাকে সঙ্গে লইয়া পরিচারিকার সঙ্গে ঘাটের দিকে চলিলেন। - ঘাট অতি নিকটে। ঘাটে আসিয়া পরিচারিকা নৌকা দেখাইয়া দিল। নৌকাখানি অতি ক্ষিপ্রগামী, দশ বার জন দাঁড়ী দাঁড় ধরিয়া রহিয়াছে। নৌকার ভিতর হইতে জনৈকা বাদ্ধা বমণী তাঁহাকে আসিতে ইঙ্গিত করায় মহাশ্বেতা তৎক্ষণাৎ সরলাকে লইয়া উঠিলেন। তন্মহেনত্তে নৌকা ছাড়িয়া দিল, পরিচারিকা নৌকায় না উঠিয়া অন্য দিকে অদশ্য হইয়া গেল। নৌকার ভিতর বদ্ধা নারী সরলার পিশিমা নহেন, শকুনির একজন চর মাত্র ! মহাশ্বেতা ও তাঁহার কন্যা অদ্য সতীশচন্দ্রের বন্দী হইলেন : একবিংশ পরিচ্ছেদ ঃ কারাবাস THE pale stars of the morn Shine on a misery, dire to the borne. Dost thou faint ? —Shelley. প্রাতঃকালে বর্ণবণু স্যারমি চতুবোটিত দুগের (আধনিক চৌবেড়ে) শোভা বৃদ্ধন কবিতেছে। প্রাচীর, স্তম্ভ, গবাক্ষ, কক্ষ, ছাদ, সকলই আলোকময় করিতেছে, দাগ পদচারিণী শাস্ত-প্রবাহিণী যমনার উপর ঝকমক করিতেছে। নদী-বক্ষে প্রকাণ্ড দগের ছায়া প্রতিফলিত 在公