পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्टप्रश्ण ब्रध्नाबलौ স্বাবিংশ পরিচ্ছেদ ঃ এ স্বল্প নহে,—পৰে"মতি WALL of my Sires, if ye could speak, If ye could have a tongue, Save by the owlet's awful shriek Or ravens' uncouth song, Fain would I ask of days gone by, And o'er each tale would heave a sigh.


J. C. Dutf.

পৃথিবীতে একপ্রকার লোক আছে যে, তাহাদিগের মুখ দশন-মাত্রেই নিম্প্রদায়ের হৃদয়ে দয়ার উদ্রেক হয়, নিপ্রেমের হৃদয়ে প্রেমের উদ্রেক হয়, সকলেরই হৃদয়ে স্নেহের উদ্রেক হয়। মুখের সে ভাব কেবল সৌন্দৰ্য্য নহে, কেন না, সৌন্দৰ্য্য সকল হৃদয়কে সমরুপে আকৃষ্ট করিতে পারে । না; কতক সৌন্দৰ্য্য, কতক অমায়িকতা, কতক বালিকার লজা, কতক বালিকার নিন্দোষিতা । এক একখানি মুখের সরলতা ও নম্রতা দেখিলে ইচ্ছা হয় যে, তাহাকে হৃদয়ে স্থান দেই, তাহার সন্তোষাথে জগৎসংসার ত্যাগ করি, তাহার সখেসাধনের জন্য চিরকাল ব্ৰতী হই। সরলা পরমা সন্দেরী নহে, অথচ তাহার মুখে এইরুপ অনিৰ্বাচনীয় ভাব ছিল, হৃদয় ও মুখের অবিকল প্রতিকৃতি। সুতরাং অলপ সময়ের মধ্যে বিমলা যে তাহাকে কনিষ্ঠ ভগিনীর মত ভালবাসিবেন, আশচয্য নহে। আর এক প্রকার আকৃতি আছে, যাহাকে নিরপেম সৌন্দয্যে বিভূষিত করিবার জন্য প্রকৃতি আপন ভাণ্ডার শান্য করিয়াছেন। সে জ্যোতিঃপণ মুখমণ্ডল, জ্যোতিঃপণ নয়নযুগল, সক্ষম ওঠস্বয়, উন্নত ললাট, তুলিকাচিত্ৰিতবং সক্ষমত্রযে়েগল, তন্য অঙ্গ, সংগঠিত সদেীঘ অবয়ব দেখিলে হৃদয়ে প্রেমের উদ্রেক হইবার অগ্ৰে ভক্তির উদয় হয়। সে উত্তজবল নয়নদ্বয়ে, সে উন্নত, এইরুপ সৌন্দৰ্য্য ছিল: তাঁহারও হৃদয় মুখের অবিকল প্রতিকৃতি। এইরুপ দেবীর অবয়ব দেখিয়া সরলা যে তাঁহাকে জ্যোঠা ভগিনীর ন্যায় ভক্তি করিবে, তাহা আশ্চৰ্য্য নহে। সরলার হৃদয় হইতে দুঃখ দরে করিবার জন্য বিমলা তাহাকে দগের চারিদিক দেখাইতে লাগিলেন। প্রথমে দগের পশ্চাতে উদ্যানে লইয়া গেলেন। তথায় আমবক্ষের নিবিড় ছায়া দিবা দই প্রহরকেও সন্ধ্যার ন্যায় সস্নিগ্ধ করিয়াছে। দইজনে সেই ছায়ায় ক্ষণেক বসিলেন, . দই প্রহরের মদ বায়তে অলপ অলপ পত্রের মন্মর শনা যাইতেছে, মধ্যে মধ্যে ঘঘের অতি মদ অপরিসফট শব্দ শুনা যাইতেছে। সে শব্দে হৃদয় মোহিত ও শান্তিতে পরিপাশ হয়। উভয়ে উদ্যান হইতে সরোবরসমীপে গমন করিলেন। তাহার জল অতি বিস্তীণ চারিপাশ্বে' আপন স্থির বক্ষে আম্রছায়া ধারণ করিয়া রহিয়াছে। দুইজনে অনেকক্ষণ পৰ্য্যন্ত সেই সরোবরের ঘাটে বসিয়া রহিলেন, সবভাবের নিস্তন্ধ শোভা দেখিয়া হৃদয় নিস্তব্ধ হইল। বিমলা মধ্যে মধ্যে কথা কহিতেছেন, সরলার মুখে কথা নাই, নিস্তব্ধ হইয়া শ্রবণ করিতেছে। লাগিল। বিমলার বোধ হইল, যেন তাঁহার প্রিয়সখীর অন্তঃকরণেও কোন দুঃখ-তিমির ঘনীভূত হইতেছে। বিমলা অতি স্নেহসহকারে সরলাকে আপন পাশ্বে" বসাইয়া আপন হস্তে তাহার হস্ত ধারণ করিলেন। বলিলেন-সরলা, তোমার মনে কোন দুঃখ উদয় হইতেছে ? আমার নিকট লকাইতেছ কি জন্য ? সরলা উত্তর করিল,—তোমার কাছে লুকাইব কি জন্য, সত্য, আমার মন কেমন কেমন করিতেছে, কিন্তু যথার্থ পলিতেছি, কি দুঃখ তাহা জানি না। § বিমলা। তবে কিছ চিন্তা করিতেছ? সরলা। জানি না, চিন্তা কিছুই নাই, এক একবার মন কেমন কেমন করিতেছে। á8