এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

পুণ বংশী স্বর শুণে গোয়ালী।
ইচ্ছা যে করিলে যিবে উগালী॥
ঘররে অছই স্বামী করতা।
কেমন্তে যাইবে করই চিন্তা॥
ডাকই শ্রীকৃষ্ণে কর গো ত্রাহি।
কেনন্তে যিবা গো গোপী ডাকই॥
রাই রাধিকার মনরে চিন্তা।
কেমন্তে যিবা গো কহ বিধাতা॥
হে হরি তুম্ভে যে মোহব্র সখা।
উপায় নাহি মো করহ রক্ষা॥
স্বামী শুইঅছি ঘর দুয়ারে।
ননদ শ্বাশুড়ী ঘর ভিতরে॥
এতে কহি রাধা হরিঙ্কু ডাকে।
ডাক দেই সে যে মনরে কুপে॥