এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।
১৩

এক্ষুণি কৃষ্ণর বাঁশী বাজিলা।
কেহ্নে যাই সে যে লুচিণ গলা॥
এমন্ত সময়ে গছ উপরে।
শ্রীকৃষ্ণ উঠিণ চাতুরী করে॥
গোপীমানে খুজি দূরকু গলা।
এমন্ত সময়ে বাঁশী বাজিলা॥
গোপীঙ্ক সঙ্গরে খেলার পাঁই।
বাঁশী বজাইলে গছরে থাই॥
বাঁশী শব্দ শুনি পাগল হোই।
এক আর সর্ব্বে চাঁহিণ রই॥
কেঠারে উঠিলা বংশীর ধ্বনি।
কাঁহি রহি গলা নন্দর ননী॥
নন্দর পুঅ সে অতি চতুর।
কেহ্নে লুচি গলা সে দণ্ডধর॥