এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

ইথরে যে পাপ যিব খণ্ডিণ।
জানিব নিশ্চয়ে কহুছে শুণ॥
নারদ শুণিণ পুছই পুণি।
কেমন্তে সে নীলা কহগো শুণি॥
ইহা শুণি কহে সে ব্রহ্মঋষি।
রসকেলী কথা কহে বিশেষি॥
এমন্ত শুণিণু নারদ মুনি।
প্রকাশ করিলে মর্ত্ত্যরে পূণি॥
পূর্ব্বে কবিমনে লেখিণ থিলা।
এবে যে সে নীলা প্রকাশ হেলা॥
ভক্তি শ্রদ্ধারে পড়িব শুণিব।
তেবে যে তুম্ভর পাপ খণ্ডিৰ॥
অশ্রদ্ধা করিব যেবা অধম।
পাপী নাহি মর্ত্ত্যে তাহার সম॥