পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o “ রাজমোহনের স্ত্রী —তুমি বলছিলে বটে যে বড়বাড়ি থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেবে । তুমি কি পাঠিয়েছিলে তাকে ? বিরক্তি ও বিস্ময়ে রাজমোহন কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বলিল, সব জোচ্চ রি, আমি নিজে দেখেছি সুকীর মায়ের সঙ্গে সে এদিকে আসছিল । কিশোরী বলিল, অবাক কাণ্ড বাপু, তবে গেল কোথায় ? সবাইকে জিজ্ঞেস কর, কেউ দেখেছে কি না ! রাজমোহন বাঘের মত ছুটিয়া বাড়ির আশপাশ চারিদিকটা একবার দেখিয়া আসিল ; তন্ন-তন্ন করিয়া খুজিল, কিন্তু মাতঙ্গিনীকে কোথাও দেখিতে পাইল না । কিশোরীকে লক্ষ্য করিয়া সে চীংকার করিয়া বলিয়া উঠিল, দৌড়ে যা কিশোরী, দেখে আয়, হতভাগী নিশ্চয়ই আবার তার বোনের আশ্রয় নিয়েছে। দাড়া, পিসিমাকে বল, কনকদের বাড়িতে খোজ করতে । সেখানেও সে যেতে পারে। আমি এথানে পাহারায় থাকছি। কিশোরী আর তাহার পিসি দুইজনে দুইদিকে ছুটিয়া গেল কিন্তু অনতিবিলম্বে বিফল হইয়া ফিরিয়া আসিল । রাগে বিরক্তিতে ও বিস্ময়ে হতভাগ্য রাজমোহন গজরাইতে লাগিল । সেই দুপুরের রৌদ্রেই সে কিশোরীকে আবার মথুর ঘোষের বাড়িতে খবর লইতে পাঠাইল । কিশোরীর পক্ষে অতদূর যাওয়াটা খুব সহজসাধ্য ছিল না, তবুও কিশোরী বিনীতভাবে দাদার আদেশ প্রতিপালন করিল, কিন্তু তাহার বউদিদির কোনও সন্ধানই লইয়া আসিতে পারিল না ।