পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > & রাজমোহনের স্ত্রী তারা বিস্মিত হইল। শব্দটা যে পেচার চীংকার সে বিষয়ে তাহার সন্দেহ হইল না—পেচার ডাক না হইলেও তাহা এমন কিছু ভয়াবহ নয়। অন্তত তাহার মনে হইল যে, এক ভাবী অমঙ্গলের আশঙ্কা ছাড়া উহাতে ভয়ের বিশেষ কিছু নাই—এই অমঙ্গল-ধ্বনি লোকে তে প্রত্যহ শোনে এবং সহ করে । তাহার একবার শুধু মনে হইল আওয়াজটা যেন নিশাচর পার্থীর ডাকের মতনই কিন্তু ঠিক যেন পেচার ডাক নয়। তাহার কৌতুহল উদ্রিক্ত হওয়াতে সেও কক্ষের বাহিরে আসিল । স্বামী সিড়ি দিয়া নীচে নামিয়া গিয়াছেন বুঝিয়া সে উপরের সিড়ি দিয়া ছাদে গিয়া উঠিল, সেখান হইতে ব্যাপারটার কিছু কিনারা হইতেও পারে ! যেদিক হইতে শব্দটা আসিয়াছিল, সেদিকে কিছুক্ষণ নিবিষ্টচিত্তে চাহিয়া থাকিয়াও সে কিছু বুঝিতে পারিল না । সুতরাং শব্দটা পেচারই চীংকার হইবে এইরূপ ভাবিয়া লইয়া সে সেদিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন বোধ করিল না । পাখীট নিশ্চয়ই কাছাকাছি ডালপালার অন্তরালে অথবা ছাদের কোণে কানিশের উপর কোথাও বসিয়া আছে—স্বামী এই সুযোগে হঠাৎ কক্ষ ত্যাগ করিয়া তাহার মনের কোণে যে দুৰ্ব্বলতা প্রকাশ পাইতেছিল তাহাই সামলাইয়া লইলেন । তারা নীচে নামিতে যাইবে এমন সময় সহসা দেখিল, একটি মনুষ্য-মূৰ্ত্তি তাহাদের খিড়কির দরজা দিয়া বাহির হইতেছে— বাড়ির কোনও স্ত্রীমূৰ্ত্তি তাহা নয়—স্পষ্ট পুরুষের মূৰ্ত্তি। ভাল করিয়া দেখিতে গিয়া তারা বুঝিল মূর্তিটি স্বামীর—মথুর দরজা পার হইয়া দ্রুতবেগে জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। তারা বিস্ময়বিমূঢ় হইয়া দাড়াইয়া রহিল । তাহার সমস্ত দেহ থরথর করিয়া কঁাপিতে লাগিল। তাহার ভয় হইল, সে মূচ্ছিত হইয়া পড়িয়া যাইবে । সহস্ৰ অনিশ্চিত আশঙ্কা ও যন্ত্রণাদায়ক সন্দেহ তাহার মনে ঝড়ের মত বহিয়া গেলু । তাহার স্বামী অপদার্থ হওয়া সত্ত্বেও সে তাহাকে ভালবাসিত, কোনও পৈশাচিক পাপকার্য্যে যে সে সহায় হইতে পারে, এরূপ ভাবা তাহার পক্ষে সম্ভব হইল না। তথাপি