পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী X X (R করিতেছিল। পূৰ্ব্বোক্ত লৌহ দ্বার ব্যতীত যাতায়াতের অার একটি সত্য অথবা নকল পথ এই কক্ষে ছিল । আগেরটির মতন ইহাও একটি দরজা, কক্ষের এক কোণে অবস্থিত এবং আপাতদৃষ্টিতে মনে হয় পাশ্ববত্তী কোনও কক্ষে এই দ্বার দিয়া গমনাগমন চলে । ইহা কিন্তু আয়তনে আরও ক্ষুদ্র, এত ক্ষদ্র মে একটি শিশু হামা গুড়ি দিয়! সেক্ট দরজ। পার হইতে পারে । সে ভীষণদর্শন কক্ষটির কথা হইতেছিল, তাঙ্গতে আসবাব-পত্ৰাদি কিছুই ছিল ন—তাত সম্পূর্ণ পালি ছিল । কক্ষের একটি মাত্র অধিবাসী, একজন পুরুম—কক্ষস্থিত প্রদীপের অস্পষ্ট কম্পমান আলোকে প্রতীয়মান তষ্টতেছিল মে, সে কক্ষমধ্যে পদচারণা করিতেছে । পুরুমটি আর কেহষ্ট লঙ্গে, আমাদের মাপব ঘোষ । পাঠকের বিস্মিত হইবার কারণ নাই ; মাধবকে মাঙ্গার বন্দী করিয়াছিল, তাহারা এইখানেই তাহাকে আটক করিয়া রাখিয়াছে । কিন্তু তাহার কেতই সেখানে উপস্থিত ছিল না । গভীর নিশীথের অৰ্দ্ধেক অতিবাহিত হইয়াছে । দরজার অর্গল বাহির হইতে বন্ধ ছিল এবং মাধব ষ অন্তত বৰ্ত্তমানে কিছুকালের জন্য জীবন্ত কবরে সমাহিত হইয়াছিল । Ç ঘ i তথাপি তাঙ্গার নিভীক চিন্ত দমিয়া যায় নাই, তাহার আশাভঙ্গ হয় নাই । একটা ঘুণ ও বিরক্তির ভাব তাতার মনকে আশ্রয় করিয়াছিল । সেই নিজম কক্ষে দীর্ঘপদসঞ্চারে পায়চারি করিতে করিতে মাপবের মনে এই য়ঙ্কর চরিত্রের দুৰ্ব্বত্তের তাহাকে বন্দী で死 সঙ্কল্প জাগ্রত হইল মে, যে করিয়াছে, তাতাদের কোন ও অত্যাচারকেই সে গ্রাহ করিবে না । অবশেষে দরজার বাহিরের তালার চাবি থোলার শবদ হইল । তাতার পর থিল খোলার শব্দ ; হুড়কে এবং শিকল খুব সাবপানে পোলা হইল ; সেই বিরাট দরজার পাল্ল। দুইটির কাজ ক্যাচর্ক্যাচ করিয়া উঠিল এবং যে দুই বর্বর দস্থ্য তাহাকে বন্দী করিয়াছিল, তাহার। নিঃশব্দে কক্ষে প্রবেশ করিয়া তেমনই সাবধানতার সহিত দরজা বন্ধ করিল।