পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S R 2 রাজমোহনের স্ত্রী দরজায় নিশ্চয়ই তাল দেওয়া আছে । তা হ’লে ও আমি চেচিয়ে প্রশ্ন করব, কেউ ভেতরে থাকলে জবাব পাব নিশ্চয়ই । সর্দার পুনরায় আর একটি সলিত। পাকাইয়। তাহ লষ্টয় অগ্রসর তষ্টল। কিন্তু বিস্ময়ের বিষয় এই মে, দুষ্টটি ঘরের দরজাই খোল-—কেত কোথা ও নাচ । মাধব এবার সত্য সত্যই বিস্ময়বিমূঢ় হঠল । সে বুঝিতে পারিল যে, যেখানে যেখানে লোক থাকা সম্ভব সৰ্ব্বত্রই অনুসন্ধান করা হইয়াছে । দস্থ্য-সদার এইবার অপদেবতার অধিষ্ঠান সম্বন্ধে প্রায় নিঃসন্দেহ হইয় উঠিয়াছিল। আতঙ্ক-বিহবল ভিখু সদারের কাছ ঘেষিয় দাড়াইল । সদার মাধবকে বলিল, দেখ আমরা আর এখানে থাকব না । দেবতাদের গতিবিধি দেবতারাই জানেন । তোমার কিছু বলবার থাকে বল, নইলে তোমাকে বন্ধ ক’রে আমরা চললাম । মাধব দেখিল, তাহাদের শর্তে রাজি ন হইলে আর উপায় নাই । যদি তাহার দরজ বন্ধ করিয়া চলিয়া যায়, আবার মে কবে সে বন্ধ দরজা খুলিবে কেহ বলিতে পারে না। যদি সে রাজি হয় তাহা হইলে এমন ও হইতে পারে যে, তাহার চিঠি দেখিয়া অনুসন্ধান করিতে করিতে তাহার আত্মীয়দের কেহ তাহার সন্ধান করিতে পারে । সে একবার শেষ চেষ্ট করিয়া দেখিতে চাহিল। সর্দারকে লক্ষ্য করিয়া সে বলিল, তোমার দরকার টাকা, উইলট যদি তুমি পাও তা হ’লে কিছু টাকাও পাবে। কত টাকা তুমি পাবে আমাকে বল, আমি তার দ্বিগুণ দিচ্ছি—উইলের বদলে টাকা নিয়ে আমাকে ছেড়ে দাও । 獨 —না, না । অততে আমাদের দরকার নেই। আমরা এত বোকা নই যে বিশ্বাস করব তোমাকে। একবার ছাড়া পেলে তুমি আমাদের কলা দেখাতে ছাড়বে না। চিঠি দাও, নইলে আমরা চললাম ।