পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> &ぐり রাজমোহনের স্ত্রী স্থতরাং ব্যাপারটার একটা সুরাহ হওয়া প্রয়োজন এই বিবেচনা করিয়৷ তার প্রশ্ন করিল, ঠাকুরপো, প্রথমে আমাকে বল যমদূতের মত যে দুজন লোক এখনই ছুটে বেরিয়ে গেল, ওর কে ? ও ধরনের লোকের সঙ্গে এথানে আমাদের বাড়িতে তোমার কি দরকার থাকতে পারে, তা আমি ভবে ঠিক করতে পারছি না। আমি যখন বারান্দায় দাড়িয়ে ছিলাম, তখন ওদের মধ্যে একজন আমার দিকে কটমট ক’রে চেয়েছিল, আমাকে পেত্নী ভেবেই বোধ হয় ভয়ে পালিয়ে গেল । —ত হ’লে তুমিই ওই দরজাটা খুলে শেকলের আওয়াজ করেছিলে ? —ষ্ট্য, দরজা আমিই খুলেছিলাম বটে, দরজা খুলে তুমি যে ঘর থেকে বের হলে সেই ঘরে ঢুকতে যাচ্ছি, হঠাৎ এই দুটো যমদূতকে দেখে ভয় পেয়ে ফিরে যাচ্ছিলাম । —কিন্তু ওই শব্দ আসছিল কোথেকে ? —শব্দ ? —তুমি অদ্ভুত কোনও আওয়াজ শোন নি ? —শুনেছি, যন্ত্রণার চাপা আৰ্ত্তনাদ, আমার মনে হ’ল, সেটা তোমার ঘর থেকেই আসছিল । --མཐ-ཐ་། || —ন ? আমাকে নিশ্চয়ই ভয় দেখাচ্ছে না ? তা হলে আমি ফিরে যাব । —আমি এখানে কেন এসেছি, ন জেনেই ফিরে যাবে ? —ন না, বল, তুমি এখানে কেন এসেছ, আমার এখানে আসবার কারণও বলব। তাড়াতাড়ি কর । মাধব জবাব দিল, স্বচ্ছন্দে ; কিন্তু তার আগে একটু সাবধান হয়ে নিই। এ কথা কেন বলছি ক্রমশ বুঝতে পারবে । মাধব একবার বাহিরে গেল এবং গুদাম-মহল হইতে বাহিরে যাইবার