পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী Y Ý ? মাধবের কৌতুহল এত অধিক পরিমাণে উড়িত্ত হইয়াছিল যে, সে নিজের বিপন্ন অবস্থার কথা এমন কি তারার সঙ্গে এভাবে এমন স্থানে এমন সময়ে একাকী থাকা যে নিন্দনীয়, তাহাও ভুলিয়া গিয়াছিল । তাহার কৌতুহল চরিতার্থ করিতেই হইবে । তারা কিয়ং কাল নীরব রহিল । পরে মনে মনে সাহস সঞ্চয় করিয়া বলিল, কিন্তু খুজবে কোথায় ? ডাকাতরা কি কোনও জায়গা খুজতে বাকি রেগেছে ? —খু জেছে বটে, কিন্তু আমার মনে হচ্ছে একটা জায়গা তারা দেখে নি। ওই যে দরজা দেখছ। —মাধব আঙল দিয়া একটা ছোট লোহার দরজা দেখাইল, সেটা এখনও খোলা হয় নি । — ওটা নিশ্চয়ই ওঘরে বাবার পথ, ডাকাতরা তো ওঘরটা দেখেছে । এই সময়ে আবার সেই চাপা কাতর আর্তনাদ শোনা গেল। খুব স্পষ্ট, যেন অতি নিকটে কোথায়ও । শ্রোতা দুই জনেই চমকিয়! উঠিল। যন্ত্রণার সেই আৰ্ত্তস্বর যেন উভয়কেই পীড়া দিতেছিল । মাধবের মাথার মধ্যে যেন কে কষাঘাত করিল—একটা অবর্ণনীয় ব্যথায় সেও যেন পাগলের মত হইয়া উঠিল । তারার হাত হইতে সজোরে চাবির গোছা ছিনাইয়া লইয়া সে লাফ দিয়া সেই লোহার দরজার সমীপবৰ্ত্তী হইয়া হাটু গাড়িয়া বসিয়া চাবির গৰ্ত্তে একটি চাবি ঢুকাইয়া দিল । কিন্তু চাবি ঘুরিল না । মাধব উন্মত্তের মত পর পর আরও দুইটা চাবি প্রয়োগ করিল, কিন্তু কোনই ফল হইল না। মাধব পারিলে সেই ধাতুময় দরজা ভাঙিয়া ফেলিত, কিন্তু চতুর্থ চাবিটি লাগাইতেই প্রিঙের দরজা এমন সজোরে খুলিয়া গেল যে, মনে হইল যেন হাওয়ায় একটা পালক উড়িল । উত্তেজিত মাধবের তখন কোনও জ্ঞান নাই। সে চীৎকার করিয়া উঠিল, তারা, তারা, দেরি করে না। আমার পেছনে পেছনে এস । 2