পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> \こ b রাজমোহনের স্ত্রী মথুর যন্ত্রচালিতের মত বলিল, কি ! ম্যাজিস্টে টের কাছেই স্বীকার করেছে ?—তাহার মুখ মুতের মত বিবর্ণ হইয় উঠিল । কৰ্ম্মচারীটি বলিল, অজ্ঞে, স্বীকারোক্তি লেপা হবার পরেই আমি এখানে র8ন হয়েছি ; আমার মনে হচ্ছে রাত্রের মধ্যেঙ্গ তিনি রাপাগঞ্চে পৌছবেন । মপুর আবার যন্ত্রের মত উচ্চারণ করিল, রাধাগঞ্চে—রত্রির মধ্যেই । লোকটি আবার বলিল, পালান হুজুর, শিগগির পালান । মথুর আবার সেই ভাবেই বলিল, ষ্ট্য, পালাব । লোকটি চলিয়া গেল । পরদিন প্রভাতে সেই ব্যস্তবাগীশ আঙ্গরিশম্যান মথুর ঘোষের বাড়িতে উপস্থিত হইলেন, স্বয়ং মথুর ঘোষকে তাতে হাতকড়ি পরাক্টতে । তাহার পশ্চাং পশ্চাং বহু বিচিত্র পরিচ্ছদধারী একদল কনস্টবল এবং অসংখ্য জনতা । ম্যাজিস্টেট জাতীয় জীবটি দেখিতে কেমন এবং কি ধরনের পেল। سحيمي তনি থেলিতে আসিয়াছেন তাহ দেখিবার জন্য সকলেই উংসুক হইয় 行 গল। বাড়াইতে লাগিল । মথুর ঘোষের বাড়িতে প্রবেশ করিয়া তন্নতন্ত্র করিয়া খোজ হঠল, কিন্তু তাহাকে পাওয়া গেল না । শেষে মথুর ঘোষকে পাওয়া গেল। গুদাম-মহলের যে ঘরে মাধবকে এব: তাহার মত অদ্যান্য অনেককে বন্দী করিয়া রাখা হইয়াছিল, ঠিক সেই ঘরেই স্বয়ং গুহকৰ্ত্তাকে মুক্ত অবস্থায় পাওয়া গেল । সে গলায় দড়ি দিয়া আত্ম হত্যা করিয়াছে।