পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

わア রাজমোহনের স্ত্রী মাধব চমকিয় উঠিল। মথুর তাহ লক্ষ্য করিয়া বলিল, দেখছি, তুমি ওকে চেন i কে ও ? মাধব বলিল, আমার শু্যালী । মথুর । কে, রাজমোহনের স্ত্রী ? মাধব বলিল, হঁ্য, সেই । মপুর সন্দিগ্ধভাবে বলিল, রাজমোহনের স্ত্রী ? অথচ আমি তে কখনও ওকে দেখি নি । মাধব বলিল, কেমন ক’রে দেখবে ? উনি বাড়ির বার হন না । মথুর। তবে আজ যে বড় বার হয়েছেন! মাধব । কি জানি । মথুর এ-কথা সে-কথার পর রাজমোহনের স্ত্রীর চরিত্র কেমন, ঘুরাইয়। ফিরাইয় তাহাই জানিতে চাহিল ও কিছু অশ্লীল ইঙ্গিতও করিল। মাধব ইহাতে বিরক্ত হইয়া বলিল, ভদ্রলোকের স্ত্রী পথে যাচ্ছে, তার সম্বন্ধে এত খবরে কি প্রয়োজন ? “মথুর কহিল, বলিয়াছি ত দু’পাত ইংরাজি উলটাইলে ভায়ার সব অগ্নি-অবতার হইয়া বসেন । আর ভাই, শু্যালীর কথা কব না ত কাহার কথা কব ? বসিয়া বসিয়া কি পিতামহীর যৌবন বর্ণনা করিব ? যাক চুলায় যাক ; মুখখানা ভাই, সোজা কর—নইলে এখনই কাকের পাল পিছনে লাগিবে। রাজমুহুনে গোবৰ্দ্ধন এমন পদ্মের মধু খায় ? "মাধব কহিল, বিবাহকে বলিয়া থাকে সুরতি খেলা ৷” দুইজনে দুইদিকে চলিয়া গেল ।