পাতা:রাজযোগ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ চিন্তা করিতে থাক। শয়নে, স্বপনে সৰ্ব্বদাই উহা লইয়াই থাক। তোমার মস্তিষ্ক, স্নায়ু, শরীবের সর্বাঙ্গই এই চিন্তায় পূর্ণ থাকুক। অন্য সমুদয় চিন্তা পরিত্যাগ কর। ইহাই সিদ্ধ হইবার উপায় ; আর কেবল এই উপায়েই বড় বড় ধৰ্ম্মবীরের উদ্ভব হইয়াছে। বাকী আর সকলেই কেবল বাক্যব্যয়শীল যন্ত্র মাত্র। যদি আমব নিজেরা কৃতাৰ্থ হইতে ও অপরকে উদ্ধাব করিতে ইচ্ছা করি, তাহা হইলে আমাদিগকে শুধু কথা ছাড়িয়া আরও ভিতরে প্রবেশ করিতে হইবে । ইহা কাৰ্য্যে পরিণত করিবার প্রথম সোপান এই যে, মনকে কোনমতে চঞ্চল করিবে না ; আর যাহাঁদের সঙ্গে কথা কহিলে মনের চঞ্চলত আসে, তাহদের সঙ্গ করিবে না। তোমরা সকলেই জান যে, তোনাদের প্রত্যেকেরই স্থানবিশেষ, ব্যক্তিবিশেষ ও খাদ্যবিশেষের প্রতি যেন একটা বিবক্তির ভাব আছে। ঐগুলিকে পরিত্যাগ করিবে । আর যাহারা সৰ্ব্বোচ্চ অবস্থা লাভেব অভিলাষী, তাহাদিগকে সৎ অসৎ সৰ্ব্বপ্রকার সঙ্গ ত্যাগ করিতে হইবে। খুব দৃঢ়ভাবে সাধন কর । মল, বাচ, কিছুই গ্রাহ করিও না । ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পতন।” ফলাফলের দিকে লক্ষ্য না করিয়া সাধনসাগরে ডুবিয়া যাইতে হইবে। নির্ভীক হইয়া এইরূপে দিবাবাত্র সাধন করিলে, ছয় মাসের মধ্যেই তুমি একজন সিদ্ধ যোগী হইতে পরিবে। কিন্তু আর যাহারা অল্পস্বল্প সাধন করে, সব বিষয়েই একটু আধটু দেখে, তাহারা কখনই বড় কিছু উন্নতি করিতে পারে না । কেবল উপদেশ শুনিলে কোন ফললাভ হয় না। বায়ু তমোগুণ भूल, अङांन ७ अणन, बांशंरमब्र मन ८कांन 28