পাতা:রাজযোগ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় ধ্যান ও সমাধি এতক্ষণে আমরা রাজযোগের অন্তরঙ্গ সাধনগুলি ব্যতীত অবশিষ্ট সমুদয় অঙ্গেব সংক্ষিপ্ত বিবরণ শেষ করিয়াছি। ঐ অন্তরঙ্গ সাধনগুলির লক্ষ্য –একাগ্রতা লাভ । এই একাগ্রতাশক্তি-লাভই রাজুযোগেব চরম লক্ষ্য। আমরা দেখিতে পাই, মনুষ্যজাতির যত কিছু জ্ঞান, যাহাদিগকে বিচারজাত জ্ঞান বলে, সে সকলই অহংবুদ্ধির অধীন। আমি এই টেবিলটিকে জানিতেছি, আমি তোমার অস্তিত্বের বিষয় জানিতেছি, এইরূপে আমি অন্যান্য বস্তু ও জানিতেছি । আর এই অহংজ্ঞানবশতঃ আমি বুঝিতে পারিতেছি, তুমি এখানে, টেবিলটি এখানে, আর অন্তান্ত যে সকল বস্তু দেখিতেছি, অনুভব করিতেছি ব: শুনিতেছি, তাহারাও এখানে রহিয়াছে। ইহা .ত গেল একদিকের কথা। আবাব আর একদিকে ইহাও দেখিতে পাইতেছি যে, আমার সত্তা বলিতে যাহা বুঝায়, তাহার অনেকটাই আমি অনুভব করিতে পারি না। শরীরাভ্যস্তরস্থ সমুদয় যন্ত্র, মস্তিষ্কের বিভিন্ন অংশ প্রভৃতি কাহারও জ্ঞানের বিষয় নহে । el o যখন আমি আহার করি, তখন তাহা জ্ঞানপূর্বক করি, কিন্তু যখন আমি উহার সারভাগ ভিতরে গ্রহণ করি, তখন আমি - 3 Ն