পাতা:রাজযোগ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজুযোগ পরমাত্মস্বরূপ ঈশ্বর। হৃদয়ে উহাকে ধ্যান কর। ব্রহ্মচৰ্য্য, অহিংসা অর্থাৎ সকলকে এমন কি, মহাশক্রকেও ক্ষম করা,—সত্য, আস্তিক্য প্রভৃতি বিভিন্ন ব্রত-স্বরূপ। এই সমুদয় গুলিতে যদি তুমি সিদ্ধ হইতে না পার, তাহা হইলেও দুঃখিত বা ভীত হইও না। চেষ্টা কর, ধীরে ধীবে সবই আদিবে। বিষয়াভিলাষ, ভয় ও ক্রোধ পরিত্যাগপূর্বক যিনি ভগবানেব শরণাগত ও তন্ময় হইয়াছেন, যাহার হৃদয় পবিত্র হইয়া গিয়াছে, তিনি ভগবানের নিকট যাহা কিছু বাঞ্ছা করেন, ভগবান তৎক্ষণাৎ তাঙ্গ পুৰণ করিয়া দেন। অতএব তাহাকে জ্ঞান, ভক্তি, অথবা বৈবাগাযোগে উপাসনা কর । “যিনি কাহারও হিংসা করেন না, যিনি সকলেব মিত্র, যিনি সকলের প্রতি করুণাসম্পন্ন, র্যাহার অহঙ্কার বিগত হইয়াছে, যিনি সদাই সস্তুষ্ট, যিনি সৰ্ব্বদা যোগযুক্ত যতাত্মা ও দৃঢ়-নিশ্চয়, যাহার মন ও বুদ্ধি আমার প্রতি অৰ্পিত হইয়াছে, তিনিই আমাব প্রিয় ভক্ত। যাহা হইতে লোকে উদ্বিগ্ন হয় ন, যিনি লোকসমূহ হইতে উদ্বিগ্ন হন ন', যিনি অতিরিক্ত হর্য, দুঃখ, ভয় ও উদ্বেগ ত্যাগ করিয়াছেন, এইরূপ ভক্তই আমার প্রিয়। যিনি কিছুরই অপেক্ষ রাখেন না, যিনি শুচি, দৃক্ষ, মুখদু:খে উদাসীন, যাহার দুঃখ বিগত হইয়াছে, যিনি নিন্দ ও স্থতিতে তুল্যভাবাপন্ন, মৌনী, যাহা কিছু পান তাহাতেই সন্তুষ্ট,গৃহশূন্ত, যাহার নির্দিষ্ট কোন গৃহ নাই, সমুদয় জগৎষ্ট যাহার গৃহ, যাহার বুদ্ধি স্থির, এইরূপ ব্যক্তিই যোগী হইতে পারেন।” (গীতা, ১২।১৩-১৯ ) * 粤 •. 裔

  • ३१