পাতা:রাজযোগ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষেপে রাজযোগ নারদ নামে এক উচ্চাবস্থাপন্ন দেবর্ষি ছিলেন। যেমন মানুষের মধ্যে ঋষি অর্থাৎ মহামহা যোগী থাকেন, সেইরূপ দেবতাদের মধ্যেও বড়বড় যোগী আছেন। নারদ ও সেইরূপ একজন মহাঁযোগী ছিলেন। তিনি সৰ্ব্বত্র ভ্রমণ করিয়া বেড়াইতেন । একদিন তিনি বন-মধ্য দিয়া গমন কালে দেখিলেন, একজন লোক ধ্যান করিতেছেন। তিনি এত ধ্যান করিতেছেন, এতদিন একাসনে উপবিষ্ট আছেন যে তাহুরি চতুর্দিকে বলীক-স্ত,প হইয়া পড়িয়ছে। তিনি নারদকে বলিলেন, ‘প্রভো, আপনি কোথায় যাইতেছেন-?” নারদ উত্তব করিলেন, “আমি বৈকুণ্ঠে যাইতেছি।’ তখন তিনি বলিলেন, 'ভগবানকে জিজ্ঞাসা করিবেন, তিনি আমাকে কবে কৃপা কহিবেন—আমি কবে মুক্তিলাভ কবিব। আরও কিছুদূত্র যাইতে যাইতে নারদ আল একটি লোককে দেখিলেন। সে ব্যক্তি লম্ফ-বম্বফ নৃত্য-গীতাদি করিতেছিল। সেও নারদকে ঐ প্রশ্ন করিল। সেই ব্যক্তির স্বর, বাগভঙ্গী প্রভৃতি সমুদয়ই বিকৃতভাবাপন্ন। নাদ তাহাকেও পূর্বের মত উত্তর দিলেন । সে বলিল, 'ভগবানকে জিজ্ঞাসা কবিবেন, আমি কবে মুক্ত হইব ।’ পরে নারদ সেই পথে পুনবায় ফিলিয়া যাইবার সময় সেই ধ্যানস্থ বর্তীক-স্তুপ-মধ্যস্থ যোগীকে দেখিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, ‘দেবর্ষে, আপনি আমার কথা কি জিজ্ঞাসা করিয়াছিলেনু ? নারদ বলিলেন, ‘হঁ। আমি জিজ্ঞাসা করিয়াছিলাম।” তখন যোগী তাহাকে জিজ্ঞাসা করিলেন, “তিনি কি বলিনে ? নারদ উত্তর দিলেন, ‘ভগবান বলিলেন—আমাকে

  • ミ>