পাতা:রাজযোগ.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ যটি এই শক্তিটিকে গ্রহণ করে, আর যখন উহা ভৌতিক প্রকৃতির অপর প্রান্তে নীত হয়, তখনই তাহাকে চিন্তা বলে। এই শক্তি আমাদের খাদ্য হইতে সংগৃহীত হয়। ঐ খাদ্য হইতেই শরীরের গতি ইত্যাদি শক্তি হয় । আর চিস্তারূপ সমুদয় স্বল্পতর শক্তিও উহা হইতেই উৎপন্ন হয়। সুতরাং भन 25ङऋभञ्च नरश् । खेशं श्रांश्रांउठ: 85उछभग्न दणिब्रा ८वाथ হয় মাত্র। এইরূপ বোধ হইবার কারণ কি ? কারণ, চৈতন্তময় আত্মা উহার পশ্চাতে রহিয়াছে। তুমিই একমাত্র চৈতন্তময় পুরুষ—মন কেবল একটি যন্ত্রমাত্র, বদ্বারা তুমি বহির্জগৎ অনুভব কর । এই পুস্তকখানির কথা ধর, বাহিরে উহার পুস্তক-রূপী , অস্তিত্ব নাই। বাহিরে বাস্তবিক যাহা আছে তাহা অজ্ঞাত ও অজ্ঞেয়। উহা কেবল উত্তেজক কারণ মাত্র। যেমন জলে একটি প্রস্তরখণ্ড নিক্ষেপ করিলে জল যেমন প্রবাহাকারে বিভক্ত হইয়া ঐ প্রস্তর-খণ্ডতে প্রতিঘাত করে, তদ্রুপ উহা যাইয়া মনে আঘাত প্রদান করে, আর মন হইতে একটি প্রতিক্রিয়া হয়। সুতরাং আসল বহির্জগৎটি মানসিক প্রতিক্রিয়ার উত্তেজক কারণ মাত্র। পুস্তকাকার, গজাকার বা মনুষ্যাকার কোন · পদার্থ বাহিরে নাই। উহাদের সম্বন্ধে আমরা কেবল তাঁহাই জানিতে পারিতেছি, মাত্র বাহিরের উত্তেজক কারণ হইতে মনের মধ্যে যে প্রতিক্রিয়া হইতেছে। জন ষ্টুয়ার্ট মিল বলিয়াছেন, “অমুভবের নিত্য সম্ভাব্যতার” নাম ভূত । বাহিরে কেবল ঐ প্রতিক্রিয়া উৎপন্ন করিয়া দিবার উত্তেজক কার; মাত্র রহিয়াছে। উদাহরণস্থলে একটি শুক্তিকে 3ՎՉՎց