পাতা:রাজযোগ.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ পারে না, এই জন্য নানাপ্রকার উপায়ের কথা বলা হইয়াছে। প্রত্যেকেই নিজে পরীক্ষা করিয়া কোনটি তাহার পক্ষে থাটে, দেখিয়া লইতে পারেন। মৈত্রীকরুণামুদিতোপেক্ষাণাং সুখদুঃখপুণ্যপুণ্যবিষয়াণাং ভাবনাতশ্চিত্তপ্রসাদনমূ ॥ ৩৩ ॥ সূত্রার্থ।—মুখ, দুঃখ, পুণ্য ও পাপ এই কয়েকটি ভাবের প্রতি যথাক্রমে বন্ধুতা, দয়া, আনন্দ ও উপেক্ষা এই কয়েকটি ভাব ধারণ করিতে পারিলে চিত্ত প্রসন্ন হয় । ব্যাখ্যা । আমাদের এই চারি প্রকার ভাব থাকাই আবশু্যক । আমাদের সকলের প্রতি বন্ধুত্ব রাখা, দীনজনের প্রতি দয়াবান হওয়া, লোককে সৎকৰ্ম্ম করিতে দেখিলে মুখী হওয়া এবং অসৎ ব্যক্তিব প্রতি উপেক্ষা প্রদর্শন করা আবশুক । এইরূপ যত কিছু বিষয় আমাদেব সম্মুখে আইসে, সেই সকলগুলির প্রতিও আমাদের এইএই ভাব ধাবণ করা আবশুক । যদি বিষয়টি মুখকর হয়, তবে উহার প্রতি বন্ধু অর্থাৎ অমুকুল ভাব ধারণ করা আবশুক । এইরূপ, যদি কোন দুঃখকর ঘটনা আমাদের চিস্তার বিষয় হয়, তবে যেন আমাদের অন্তঃকরণ উহার প্রতি করুণভাবাপন্ন হয়। যদি উহা কোন শুভ বিষয় হয়, তবে আমাদের আনন্দিত হওয়া আবশুক আর অসৎ বিষয় হইলে সেই বিষয়ে উদাসীন থাকাই শ্রেয়ঃ" এই সকল বিভিন্ন বিষয়ের প্রতি মনের এই এইরূপ ভাব দ্বারা মন শাস্ত হইয়া বাইৰে। আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ গোলযোগ »ፃ8