পাতা:রাজযোগ.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ অথবা প্রেমময় বলা সম্পূর্ণ ভুল। প্রেম, জ্ঞান ও অস্তিত্ব পুরুষের গুণ নহে, উহারা ঐ পুরুষের স্বরূপ। যখন উহার কোন বস্তুর উপর প্রতিবিম্বিত হয়, তখন উহাদিগকে সেই বস্তুর গুণ বলিতে পারা যায়। কিন্তু উহার পুরুষের গুণ নহে, উহার সেই মহান আত্মার-অনন্ত পুরুষের স্বরূপ—ই হার জন্ম নাই, মৃত্যু নাই, ইনি নিজ মহিমায় বিরাজ করিতেছেন। কিন্তু তিনি এতদুব স্বরূপবিভ্রষ্ট হইয়াছেন যে, যদি তুমি তাহার নিকট গিয়া বল, ‘তুমি শূকর নহ’. তিনি চীৎকার করিতে থাকিবেন ও তোমাকে কামড়াইতে অবিস্ত কবিবেন । মায়ার মধ্যে, এই স্বপ্নময় জগতের মধ্যে আমাদেরও সেই দশা হইয়াছে। এখানে কেবল রোদন, কেবল দুঃখ, কেবল হাহাকার"-এখানকার ব্যাপারই এই যে, কয়েকটি সুবর্ণগোলক যেন গড়াইয়া দেওয়া হইয়াছে আর সমুদয় জগৎ উহ! পাইবার জন্য পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করিতেছে । তুমি কোন নিয়মেই কখন বদ্ধ ছিলে না । প্রকৃতির বন্ধন তোমাতে কোন কালেই নাই। যোগী তোমাকে ইহাই শিক্ষা দিয়া থাকেন, সহিষ্ণুতার সহিত ইহা শিক্ষা কর। যোগী তোমাকে বুঝাইয়া দিবেন, কিরূপে এই প্রকৃতির সহিত মিশ্রিত হইয়া, আপনাকে মন ও জগতের সহিত মিশাইয়া পুরুষ আপনাকে দুঃখী ভাবিতেছে। যোগী আরও বলেন, এই ঃখময় সংসার হইতে অব্যাহতি পাইতে হইলে, তাহার উপায় এই যে, প্রাকৃতিক সমুদয় মুখ দুঃখ ভোগ করিয়া অভিজ্ঞতা অর্জন করিতে হইবে। ভোগ করিতে হইবে নিশ্চয়ই, তবে ভোগ, যত শীঘ্ৰ শেষ করিয়া ফেলা যায়, ততই মঙ্গল।. আমরা २३३