পাতা:রাজযোগ.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোগসূত্র স্বর্ষ্যের উপাদানভূত রহিয়াছে, কাল তাহা আমাদের শরীরের উপাদানরূপে পরিণত হইতে পারে। তস্য হেতুরবিদ্যা ৷৷ ২৪ ৷৷ সূত্রার্থ।—এই সংযোগের কারণ অবিদ্যা অর্থাৎ অজ্ঞান । ব্যাখ্যা । আমরা অজ্ঞানবশতঃ আপনাকে এক নির্দিষ্ট শরীরে আবদ্ধ করিয়া আমাদের দুঃখের পথ উন্মুক্ত রাখিয়াছি। এই যে ‘আমি শরীর’ এই ধারণা, ইহা কেবল কুসংস্কার মাত্র। এই কুসংস্কারেই আমাদিগকে মুখী দুঃখী করিতেছে । অজ্ঞানপ্রভব এই কুসংস্কার হইতেই আমরা শীত, উষ্ণ, মুখ, দুঃখ, এই সকল বোধ করিতেছি । আমাদের কৰ্ত্তব্য, এই সংস্কারকে অতিক্রম করা । কি করিয়া ইহা কাৰ্য্যে পরিণত করিতে হইবে, যোগী তাহ দেখাইয়া দেন। ইহা প্রমাণিত হইয়াছে যে, মনের কোন কোন বিশেষ অবস্থাতে শরীর দগ্ধ হইতেছে, তথাপি যতক্ষণ সেই অবস্থা থাকিবে, ততক্ষণ সে কোন কষ্ট বোধ করিবে না। তবে মনের এইরূপ হঠাৎ উচ্চাবস্থা হয়ত এক নিমিষের জন্ত ঝড়ের মত আসিল, আবার পরক্ষণেই চলিয়া গেল। কিন্তু যদি আমরা এই অবস্থা যোগের দ্বার, বৈজ্ঞানিক প্রণালীতে লাভ করি, তাহা ফুলে আমরা সৰ্ব্বদা শরীর হইতে আত্মাকে পৃথক রাখিতে পারিব। তদভাবাৎ সংযোগাভাবে হানং তদৃশেঃ কৈবল্যম্ ॥ ২৫ ॥

  • ○○