পাতা:রাজযোগ.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র তোমাকে উহার প্রতিঘাত সহ করিতে হইবে। এইটি স্মরণ থাকিলে, তোমাকে অসৎকাৰ্য হইতে নিবৃত্ত রাখিবে। অহিংসাপ্রতিষ্ঠায়াং তৎসন্নিধেী বৈরত্যাগঃ ॥৩৫ সূত্রার্থ।—অস্তরে • অহিংসা প্রতিষ্ঠিত হইলে, তাহার, নিকট অপরে আপনাদের স্বাভাবিক বৈরিতা পরিত্যাগ করে। ব্যাখ্যা। যদি কোন ব্যক্তি অহিংসার চরমাবস্থা লাভ করেন, তবে তাহার সম্মুখে, যে সকল প্রাণী স্বভাবতঃই হিংস্ৰ, তাহারাও শান্ত ভাব ধারণ করে । সেই যোগীর সম্মুখে ব্যাঘ্ৰ, মেয-শাবক একত্র ক্রীড়া করিবে, পরস্পরকে হিংসা করিবে না। এই অবস্থা লাভ হইলে তুমি বুঝিতে পরিবে ষে তোমার অহিংসাব্রত প্রতিষ্ঠিত হইয়াছে। সত্যপ্রতিষ্ঠায়াং ক্রিয়াফলাশয়ত্বম্ ॥৩৬ সূত্রার্থ।—যখন সত্যব্রত হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, তখন নিজের জন্য বা অপরের জন্য কোন কৰ্ম্ম না করিয়াই তাহার ফল লাভ হইয়া থাকে। * ব্যাখ্যা।—যখন এই সত্যের শক্তি তোমার মধ্যে প্রতিষ্ঠিত হইবে, যখন স্বপ্নে পৰ্য্যস্ত তুমি মিথ্যা কথা কহিবে না, যখন কায়মনোবাক্যে সত্য ভিন্ন ,কখন মিথ্যা ভাষণ করিবে না, তখন ( এইরূপ অবস্থা লাভ হইলে ) তুমি যাহা বলিবে, তাহাই সত্য হইয়া যাইবে । তখন তুমি যদি কাহাকেও বল, “তুমি - २ 8¢