পাতা:রাজযোগ.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ কৃতীর্থ হও, সে তৎক্ষণাৎ কৃতাৰ্থ হইয়া যাইবে। কোন ব্যক্তিকে যদি বল, ‘রোগমুক্ত হও”, সে তৎক্ষণাৎ রোগমুক্ত হইয়া ৰাইবে । 4 e. - অস্তেয়প্রতিষ্ঠায়াং সৰ্ব্বরত্নোপস্থানম্।। ৩৭ ॥ 學 সূত্রার্থ।—অচৌর্য্য প্রতিষ্ঠিত হইলে, সেই যোগীর নিকট সমুদয় ধন-রত্নাদি আসিয়া থাকে। ব্যাখ্যা । তুমি যতই প্রকৃতি হইতে পলায়নের ইচ্ছা করিবে, সে ততই তোমার অনুসরণ করিবে, আর তুমি যদি সেই প্রকৃতির প্রতি কিছুমাত্র লক্ষ্য না কর, তবে সে তোমার দাসী হইয়া থাকিবে। ব্ৰহ্মচৰ্য্যপ্রতিষ্ঠায়াং বীৰ্য্যলাভ ॥ ৩৮ | সূত্রার্থ।—ব্রহ্মচৰ্য্য প্রতিষ্ঠিত হইলে বীৰ্য্যলাভ হয়। ব্যাখ্যা। ব্রহ্মচৰ্য্যবান ব্যক্তির মস্তিকে প্রবল শক্তি—মহুতি ইচ্ছাশক্তি সঞ্চিত থাকে। উহা ব্যতীত আধ্যাত্মিক শক্তি আর কিছুতেই হইতে পাবে না। যত মহামহা মস্তিষ্কশালী পুরুষ দেখা যায়, তাহারা সকলেই ব্ৰহ্মচৰ্য্যবান ছিলেন। ইহা দ্বার মানুষের উপর আশ্চৰ্য্য ক্ষমতা লাভ করা যায়। মানবসমাজের নেতৃগণ সকলেই ব্ৰহ্মচৰ্য্যবান ছিলেন, তাহদের সমুদয় শক্তি এই ব্ৰহ্মচর্ধ্য হইতেই লাভ হইয়াছিল ; অতএব, যোগীর ব্রহ্মচৰ্য্যবান छ्७ग्वां बिंश् चांश्छिञ्ज । 4. অপরিগ্রহশ্বৈৰ্য্যে জন্মকথন্তাসংবোধ ॥ ৩৯ ৷ ૨8૭