পাতা:রাজযোগ.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ সম্বন্ধে (সহজে) চিন্তা করিতে পারি না, কিন্তু আমরা অনন্ত আকাশের বিষয় চিন্তা করিতে পারি । ততো দ্বন্দ্বানভিঘাতঃ ॥ ৪৮ ॥ সূত্রার্থ।—এইরূপে আসন জয় হইলে, তখন দ্বন্দ্বপরম্পরা আর কিছু বিস্ত্র উৎপাদন করিতে পারে না । ব্যাখ্যা। দ্বন্দ্ব অর্থে শুভ অশুভ, শীত উষ্ণ, আলোক অন্ধকার, মুখ দুঃখ ইত্যাদি বিপরীতধৰ্ম্মক দুইদুই পদার্থ। এগুলি আর তখন তোমাকে চঞ্চল করিতে পরিবে না । তস্মিন সতি শ্বাসপ্রশ্বাসয়োগতিবিচ্ছেদঃ - প্রাণায়ামঃ ৷৷ ৪৯ ৷৷ সূত্রার্থ।—এই আসন জয়ের পর শ্বাস ও প্রশ্বাস উভয়ের গতি সংযত করাকে প্রাণায়াম বলে। ব্যাখ্যা । যখন এই আসন জিত হয়, তখন এই শ্বাসপ্রশ্বাসের গতিভঙ্গ (অভাব) করিয়া দিয়া উহাকে জয় করিতে হইবে, সুতরাং, এক্ষণে প্রাণায়ামের বিষয় আরম্ভ হইল। প্রাণায়াম কি ? না-শরীরস্থিত জীবনীশক্তিকে বশে আনয়ন। যদিও প্রাণ শব্দ সচরাচর শ্বাস অর্থে ব্যবহৃত হইয়া থাকে, কিন্তু বাস্তবিক উহা শ্বাস নহে। প্রাণ অর্থে জাগতিক সমুদয় শক্তিসমষ্টি। উছা প্রত্যেক দেহে অবস্থিত শক্তিস্বরূপ, আর উহার আপাতপ্রতীয়মান প্রকাশ–এই ফুসফুসের গতি। প্রাণ যখন খাসকে ভিতর দিকে আকর্ষণ করে, তখনই এই গতি ২৫২