পাতা:রাজযোগ.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র শব্দাদিকে অপরের ইন্দ্রিয়গোচর হইতে না দেওয়া ব্যাখ্যা করা হইল। সোপক্রমং নিরুপক্রমঞ্চ কৰ্ম্ম তৎসংযমাদ অপরাস্তজ্ঞানমরিষ্টেভ্যো ব ॥ ২৩ ॥ সূত্রার্থ।—কৰ্ম্ম দুই প্রকার, যাহার ফল শীঘ্র লাভ হইবে ও যাহা বিলম্বে ফলপ্রসব করিবে। ইহাদের উপর সংযম করিলে অথবা অরিষ্ট-নামক মৃত্যুলক্ষণসমূহের উপর সংযমপ্রয়োগ করিলে যোগীরা দেহত্যাগের সঠিক সময় অবগত হইতে পারেন। ব্যাখ্যা । যখন যোগী তাহার নিজ কৰ্ম্ম অর্থাৎ তাহার মনের ভিতর যে সংস্কারগুলির কার্য্য আরম্ভ হইয়াছে ও যেগুলি ফল প্রসবের জন্য অপেক্ষা করিতেছে, সেগুলির উপর সংযমপ্রয়োগ করেন, তখন তিনি যেগুলি ফলপ্রসবের জন্য অপেক্ষা করিতেছে, তাহাদের দ্বারা জানিতে পারেন, কবে তাহার শরীরপাত হইবে। কোন সময়ে কোন দিন, কটার সময়ে, এমন কি, কত মিনিটের সময় তাহার মৃত্যু হইবে, তাহা তিনি জানিতে পারেন। হিন্দুর মৃত্যুর এই আসন্নবৰ্ত্তিত জানাকে বিশেষ প্রয়োজনীয় মনে করিয়া থাকেন, কারণ, গীতাতে এই উপদেশ পাওয়া যায় যে, মৃত্যুসময়ের চিন্তা পরজীবন নিয়মিত করিবার পক্ষে বিশেষ প্রয়োজনীয় কারণস্বরূপ । মৈত্র্যাদিষু বলানি ॥ ২৪ ॥ శి అS