পাতা:রাজযোগ.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ সূত্রার্থ।—উদান-নামক স্নায়ুপ্রবাহ জয়ের দ্বারা যোগী জলে বা পঙ্কে মগ্ন হন না, তিনি কণ্টকের উপর ভ্রমণ করিতে পারেন ও ইচ্ছামৃত্যু হন। ব্যাখ্যা। উদান নামক যে স্নায়বীয় শক্তিপ্রবাহ ফুসফুস ও শরীরের উপরিস্থ সমুদয় অংশকে নিয়মিত করে, যোগী যখন তাহাকে জয় করিতে পারেন, তখন তিনি অতিশয় লঘু হইয়া যান। তিনি আর জলে মগ্ন হন না, কণ্টকের উপর ও তরবারি-ফলকের উপর অনায়াসে ভ্রমণ করিতে পারেন, অগ্নির মধ্যে দণ্ডায়মান হইয়া থাকিতে পারেন এবং ইচ্ছামাত্রেই এই শরীর ত্যাগ করিতে পারেন। সমানজয়াজলনম্ ॥ ৪১ ॥ সূত্রার্থ।—সমান বায়ুকে জয় করিলে তিনি জ্যোতিঃ দ্বারা বেষ্টিত হইয়া থাকেন। ব্যাখ্যা । তিনি যখনই ইচ্ছা করেন, তখনই তাহার শরীর হইতে জ্যোতিঃ নিৰ্গত হয়। শ্রোত্রাকাশয়োঃ সম্বন্ধসংযমাদিব্যং শ্রোত্ৰম্ ॥৪২ সূত্রার্থ –কর্ণ ও আকাশের পরস্পর যে সম্বন্ধ আছে, তাহার উপর সংযম করিলে দিব্য কর্ণ লাভ হয়। ব্যাখ্যা। এই আকাশদ্ভূত ও তাঁহাকে অনুভব করিবার যন্ত্রস্বরূপ কর্ণ রহিয়াছে। ইহাদের উপর সংযম করিলে যোগী प्रतििषा ८थोज णांछ कtद्रन । उषन डिनि जयनग्न खनिरठ शांन ।