পাতা:রাজযোগ.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ করেন, তবে কিছুই তাহার বিনাশে সমর্থ হয় না, “কালদণ্ড ভঙ্গ করিয়া তিনি এই জগতে শরীর লইয়া বাস করেন।” বেদে লিখিত আছে যে, সেই ব্যক্তির রোগ, মৃত্যু অথবা কোন ক্লেশ श्ध्र न! । গ্ৰহণস্বরূপাহস্মিতাহম্বয়ার্থবত্ত্বসংযমাদিন্দ্রিয়জয়ঃ ॥৪৮ সূত্রার্থ।—ইন্দ্রিয়গণের বাহপদার্থাভিমুখী গতি, তজনিত জ্ঞান, এই জ্ঞান হইতে বিকশিত অহং-প্রত্যয়, , উহাদের ত্রিগুণময়ত্ব ও ভোগদাতৃত্ব এই কয়েকটির উপর সংযম করিলে ইন্দ্রিয় জয় হয়। ব্যাখ্যা । বাহ বস্তুর অনুভূতির সময়ে ইন্দ্রিয়গণ মন হইতে বাহিরে যাইয়া বিষয়ের দিকে ধাবমান হয়, তাহা হইতেই উপলব্ধি ও অস্মিতার উৎপত্তি হয়। যখন যোগী উহাদের উপর এবং অপর দুইটির উপরও ক্রমে ক্রমে সংযম প্রয়োগ করেন, তখন তিনি ইঞ্জিয় জয় করেন। যে কোন বস্তু তুমি দেখিতেছ বা অনুভব করিতেছ—যথা একখানি পুস্তক—তাহা লইয়া তাহার উপর সংযম প্রয়োগ কর। তৎপরে পুস্তকের আকারে যে জ্ঞান রহিয়াছে তাহার উপর সংযম প্রয়োগ কর । এই অভ্যাসের দ্বারা সমুদয় ইন্দ্রিয় জয় হইয়া থাকে। ততো মনোজবিত্বং বিকরণভাবঃ প্রধানজয়শ্চ ॥৪৯ ॥ সূত্রার্থ।—তাহা হইতে দেহের" মনের স্তায় বেগ, ইন্দ্রিয়গণের দেহনিরপেক্ষ শক্তিলাভ ও প্রকৃতি জয় হইয়া থাকে। àa. Tbr o