পাতা:রাজযোগ.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ উহাদের শ্রেষ্ঠত্ব কি আছে ? সৰ্ব্বশক্তিমত্তাও স্বপ্নতুল্য। উহা, কেবল মনের উপর নির্ভর করে । যতক্ষণ পৰ্যন্ত মনের অস্তিত্ব থাকে, ততক্ষণ পৰ্য্যন্ত সৰ্ব্বশক্তিমত্তা সম্ভব হইতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য মনেরও অতীত প্রদেশে । স্থানু্যপনিমন্ত্রণে সঙ্গস্ময়াকরণং পুনরনিষ্টপ্রসঙ্গাৎ ॥ ৫২ ॥ সূত্রার্থ।-দেবগণ প্রলোভিত করিলেও তাহাতে আসক্ত হওয়া বা আনন্দ বোধ করা উচিত নয়, কারণ, তাহাতে অনিষ্টের আশঙ্কা আছে। ব্যাখ্যা। আরও অনেক বিঘ্ন আছে। দেবাদি যোগীকে প্রলোভিত করিতে আইসেন ; তাহারা ইচ্ছা করেন না যে, কেহ সম্পূর্ণরূপে মুক্ত হন। আমরা যেমন ঈর্ষাপরায়ণ, তাহারাও সেইরূপ, বরং কখন কখন আমাদের অপেক্ষা অধিক । তাহারা পাছে আপনাদের পদভ্ৰষ্ট হন, তজ্জন্ত অতিশয় ভীত । যে সকল যোগী সম্পূর্ণ সিদ্ধ হইতে পারেন না, তাহারা মৃত হইয়া দেবতা হন । র্তাহারা সোজা পথ ছাড়িয়া পাশ্বের এক পথে চলিয়া যানও এই ক্ষমতাগুলি লাভ করেন । র্তাহাদের আবার জন্মাইতে হয়, কিন্তু যিনি এতদূর শক্তিসম্পন্ন যে, এই প্রলোভনগুলি পৰ্য্যন্ত অতিক্রম করিতে পারেন ও একেবারে সেই লক্ষ্য স্থানে পৌছছিতে পারেন, তিনিই মুক্ত হইয়া যান। ক্ষণতৎক্রময়োঃ সংযমাদ্বিবেকজং জ্ঞানম্ ॥৫৩ ॥ ՀԵՀ